• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখন থেকেই বাপের বেটা! মাইক হাতে অ্যাকশন কাট বলতেই ভাইরাল রাজ-শুভশ্রী পুত্র ইউভান

Published on:

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইউভান,Yuvan,ভাইরাল ফটো,Viral Photo,প্রলয় ২,Praloy

বাংলা সিনে দুনিয়ার জনপ্রিয় একজন স্টার কিড ইউভান। রাজ শুভশ্রীর এই একরত্তি ইউভান এখন রীতিমতো সোশ্যাল সেনসেশন। তাঁকে নিয়ে মা শুভশ্রী কিংবা বাবা রাজ চক্রবর্তী মাঝে মধ্যেই নানান ছবি এবং ভিডিও আপলোড করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় ভার্চুয়াল দুনিয়ায়।

বলিউড হোক কিংবা টলিউড একদিকে যখন তাবড়, তাবড় তারকারা নিজেদের একরত্তি ছেলেমেয়েদের  লাইমলাইট থেকে দূরেই রাখতে চান। তখনই চলতি ট্রেন্ডের বিপরীতে গিয়ে একেবারে অন্যরকম ভাবে খুদে ইউভানকে মানুষ করছেন টলিউডের জনপ্রিয় সেলিব্রেটি জুটি রাজ-শুভশ্রী। তাই কোনোরকম আড়াল না রেখেই সোশ্যাল মিডিয়ায় ছেলের সাথে কাটানো নানান মিষ্টি মুহূর্ত শেয়ার করতে দেখা যায় রাজ শুভশ্রী কে।

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইউভান,Yuvan,ভাইরাল ফটো,Viral Photo,প্রলয় ২,Praloy

সদ্য ইউভানকে নিয়ে কলকাতার আলিপুর চিড়িযাখানায় পিকনিকের আনন্দে মেতেছিলেন শুভশ্রী। সেলিব্রেটি হয়েও সেখানে গিয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই শতরঞ্চি বিছিয়ে শীতের দুপুরে পিকনিকের আনন্দ চেটেপুটে উপভোগ করেছিলেন মা ছেলে। তাছাড়া কর্মব্যস্ত জীবনের মাঝে অবসর মিলতেই ছোট্ট ইউভানকে নিয়ে  ঘুরতে বেরিয়ে পড়েন রাজ শুভশ্রী।

এছাড়াও জঙ্গলে ঘুরতে গিয়েও সম্প্রতি মা হাতি আর তার বাচ্চা হাতির গায়ে হাত বুলিয়ে দিতে দেখা গিয়েছিল পুচকে ইউভানকে। সেই মিষ্টি ভিডিও নিমেষের মধ্যে মন ছুঁয়েছিল অসংখ্য নেটিজেনদের। আর এবার খুদে ইউভান কে দেখা গেল এক নতুন রূপে। প্রসঙ্গত পেশাগত ভাবে ইউভানের বাবা টলিউডের স্বনামধন্য পরিচালক আর মা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী তথা নতুন প্রযোজক।

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইউভান,Yuvan,ভাইরাল ফটো,Viral Photo,প্রলয় ২,Praloy

আর এবার ইউভানও বাবার কোলে বসেই কচি হাতে মাইক ধরে সামলাচ্ছে একই দায়িত্ব। সামনে রাখা মনিটর আর হাবেভাবে জুনিওর পরিচালক রাজ চক্রবর্তী। আর মা শুভশ্রী ক্যামেরার পিছন থেকেই তাঁকে শেষখছে ‘অ্যাকশন আর কাট’ বলা। এই মিষ্টি মূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘প্রলয় আসছে,ঝড়ের জন্য তৈরী থাকো’।

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ইউভান,Yuvan,ভাইরাল ফটো,Viral Photo,প্রলয় ২,Praloy

আসলে দীর্ঘ ৯ বছর পর আসছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’-এর দ্বিতীয় ভাগ। সেসময় তুমুল শোরগোল ফেলে দিয়েছিল এই সিনেমা। সাহসী বরুণ বিশ্বাসের বাস্তব জীবনের গল্প অবলম্বনে তৈরী এই সিনেমা সত্যিই ঝড় তুলেছিল বড় পর্দায়। এইনতুন সিনেমাতেই  প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ হচ্ছে শুভশ্রীর। এদিন সেই সিনেমারই শুটিং ফ্লোরে রাজ চক্রবর্তীর সাথে ভাইরাল হয়েছে খুদে ইউবানের ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥