• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘরবন্দি মা তাই বাবার ঘাড়ে উঠে খেলছে ছোট্ট যুবান, ছবি শেয়ার করলেন শুভশ্রী

Published on:

শুভশ্রী Subhashree Yuvaan Raj Chakraborty

টলিউডের দম্পতিদের মধ্যে বেশ জনপ্রিয় রাজ চক্রবর্তী ও শুভশ্রী (Raj Chakraborty & Subhashree) জুটি। আর রাজ-শুভশ্রী পুত্র হল যুবান (Yuvaan)। জন্মের পর থেকেই যেন এক নতুন তারকা পেয়েছে নেটপাড়া। সেই তারকা তথা ছোট্ট অতিথি হল যুবান। একরত্তি যুবান জনপ্রিয়তার দিক থেকে শুরু থেকেই এক্কেবারে এগিয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়াতে ছোট্ট যুবানের ছবি দিলেই মুহূর্তে ভাইরাল হয়ে পরে ছবি।

সারাদিন মা বাবা আর ঠাম্মির সাথে খেলা করেই কেটে জেট ছোট্ট যুবানের দিন। কিন্তু কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন মা শুভশ্রী। রিপোর্ট পসিটিভ আসার পর থেকেই নিজেকে আইসোলেট করেছেন অভিনেত্রী। অনেক কষ্টে ছেলে যুবানের থেকে আলাদা রয়েছেন তিনি। কারণ মা কি আর নিজের সন্তানকে ছাড়া থাকতে পারে! মাঝে মধ্যেই যুবানকে মিস করার কথা জানাচ্ছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে।

Yuvaan

প্রথমে কিছুদিন ঠাম্মির সাথেই কাটিয়েছিল যুবান। তবে রাজ্যের ভোট শেষ হতে বাড়ি ফিরেছেন রাজ চক্রবর্তী। আর বাবা ফিরতেই নতুন খেলার সাথে হয়ে গেছে যুবানের। বাবার সাথেই দিব্যি মজা করতে ব্যস্ত সে। কিছুদিন আগেই বাবার সাথে গাড়িতে করে বেড়ুবেড়ু করতে বেরিয়েছিল ছোট্ট যুবান। আর ঘুরতে বেরিয়ে দারুন খুশি সে। ক্যামেরার সামনে গোল্লা গোল্লা চোখ পাকিয়ে পোজ দিতে দেখা গিয়েছিল যুবানকে।

সম্প্রতি যুবানের আরো একটি ছবি শেয়ার করলেন মা শুভশ্রী। ইতিমধ্যেই ১৭ দিন ধরে আইসোলেশনে আসছেন অভিনেত্রী। হয়তো তিনি সুস্থই হয়ে গিয়েছেন তবে এপর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করেননি। নিজেকে হয়তো এখনো আলাদাই রেখেছেন ছেলে যুবানের থেকে। তবে যুবানকে যে অভিনেত্রী কতটা মিস করছেন তা বোঝাই যাচ্ছে।

শুভশ্রী Subhashree Yuvaan Raj Chakraborty

শেয়ার করা ছবিতে বাবার ঘাড়ে উঠে ক্যামেরার দিকে তাকিয়ে দিব্যি পোজ দিয়েছে ছোট্ট যুবান। আর বাবা-ছেলের এমন একখানি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন আমার ভালোবাসা। ছবিটি শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥