টলিউডের (Tollywood) সেলেব দম্পতি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Gangapadhyay) ও রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বর্তমানে ছোট যুবানের (Yuban) মা অভিনেত্রী শুভশ্রী। তাবলে বরের প্রতি ভালোবাসায় কমতি নেই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী, প্রায়শই নিজের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মাতিয়ে রাখেন অনুগামীদের। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার সংখ্যাও কম নয়, অনুগামীরা অভিনেত্রীর ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
সম্প্রতি স্বামী রাজ চক্রবর্তীর সাথে আদরঘন মুহূর্তে মেতেছেন অভিনেত্রী শুভশ্রী। সেই আদরঘন মুহূর্তের কিছু ক্যামেরাবন্দি করেছেন, ও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। স্বামী রাজ চক্রবর্তীকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে বোঝাই যায় মা হবার পর আবার নিজেকে গোছাতে শুরু করেছেন অভিনেত্রী।
ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে একটি সাদা রঙের পোশাক। অন্যদিকে রাজ চক্রবর্তিকেও দেখা গিয়েছে একটি সাদা রঙের শার্টে, সাথে রয়েছে ট্রান্সপারেন্ট সানগ্লাস।
রাতে ঘুমোতে যাবার আগেও রোমান্টিক মুডেই ছিলেন অভিনেত্রী। তাই স্বামী রাজ চক্রবর্তীর বুকে মাথা রেখে গুড নাইট উইশ করতে ভোলেননি। সেই গুদ নাইট উইশ করার মুহূর্তের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, মা হবার পর ছোট্ট যুবানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন রাজ শুভশ্রী উভয়েই। এরপরেই শুভশ্রীর নতুন ছবি ‘হাবজি গাবজী’ রিলিজ হয়। মা হবার পর এটিই প্রথম ছবির রিলিক অভিনেত্রীর। তবে, করোনা মহামারীর কারণে সিনেমা হল বন্ধ থাকায় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স এ রিলিজ হয় ছবিটি।