• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অঙ্কুশের ছোঁয়ায় মা হয়েও গ্ল্যামার বেড়েছে শুভশ্রীর! ইনস্টাগ্রামে নিজেই জানালেন অভিনেত্রী

Published on:

Ankush Hajra,Subhashree,Tollywood,শুভশ্রী,অঙ্কুশ হাজরা,টলিউড,Subhashree revels her glamour sectet,Ankush made subhashree more glamorous

টলিউড সেলেব্রিটিদের মধ্যে অঙ্কুশ হাজরা (Ankush Hajra) ও শুভশ্রী (Subahshree) বেশ জনপ্রিয়। আর সেলেব্রিটি ও সহকর্মী হবার পাশাপাশি দুজনেই খুব ভালো বন্ধুও। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অঙ্কুশ। মালদ্বীপে প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে ঘুরতে গিয়েই করোনা পসিটিভ হন অভিনেতা। এরপর সেখানেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে কলকাতায় ফিরেছেন তিনি। অন্যদিকে সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী।

অঙ্কুশ হোক বা শুভশ্রী দুজনেই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। লক্ষাধিক অনুগামীদের মাতিয়ে রাখতে মাঝে মধ্যেই নানান ছবি ও ভিডিও পোস্ট করেন দুজনেই। তবে, করোনা আক্রান্ত হয়ে একেবারেই মন ভালো নেই শুভশ্রীর। কারণ মা হবার পর থেকে ছোট্ট যুবানকে নিয়েই কাটছিল শুভশ্রীর সারাটা দিন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ছেলে যুবানের থেকে আলাদা থাকতে হচ্ছে অভিনেত্রীকে।

subhashree missing Yuvaan

 

ছেলের জন্য মন খারাপের কথা ইনস্টাগ্রামে যুবানের ছবি শেয়ার করে প্রকাশ করেছিলেন শুভশ্রী। ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে ভাবিনি!’ এবার মন খারাপ আর ঘরে বন্দি হয়ে থাকার একঘেয়েমি কাটাতে প্রশ্ন উত্তর খেলা শুরু করেছেন শুভশ্রী। ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে অনুগামীদের প্রশেড় উত্তর দিচ্ছেন অভিনেত্রী।

আর এই প্রশ্নোত্তর পর্বে শুভশ্রীর কাছে প্রশ্ন রেখেছেন বন্ধু অঙ্কুশও। অঙ্কুশের প্রশ্ন, ‘ গ্ল্যামার বাড়ল কি করে তোর?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘তোর ছোঁয়া পেয়ে অঙ্কুশ’। আসলে অঙ্কুশ বরাবরই  হাসি মজা করতে বেশ ভালোবাসে। তাই বান্ধবীর প্রশ্নোত্তর পর্বে মজার সুযোগ হারাতে চাইনি অভিনেতা অঙ্কুশ।

Ankush Hajra,Subhashree,Tollywood,শুভশ্রী,অঙ্কুশ হাজরা,টলিউড,Subhashree revels her glamour sectet,Ankush made subhashree more glamorous

শুভশ্রীর উত্তর দেখেও অবশ্য ঠাট্টা শেষ হয়নি অঙ্কুশের। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভশ্রীর জন্য একটা দারুন রিপ্লাই দিয়েছেন অভিনেতা। শুভশ্রীর স্ত্রীর ছবির সাথে লিখেছেন, ‘যাহ নটি’। তাহলেই বুঝুন কেমন আড্ডাবাজ দুজন। আসলে এটাই হল ভালো বন্ধুত্বের উদাহরণ।

Ankush Hajra,Subhashree,Tollywood,শুভশ্রী,অঙ্কুশ হাজরা,টলিউড,Subhashree revels her glamour sectet,Ankush made subhashree more glamorous

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥