• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর ধ্বংসলীলার মাঝেই যুবানের হৃদস্পন্দন মাতৃত্বের অনুভূতি জাগায় শুভশ্রীর মনে

Published on:

শুভশ্রী Subhashree Yuvaan Raj Chakraborty

আজ ২৫শে বৈশাখ, বাংলার মানুষদের কাছে এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মদিন। এবছর ১৬০ তম জন্মবার্ষিকী পালন রবীন্দ্রনাথের। শুধু তাই নয় আজ আবার মাতৃ দিবস (Mothers Day)। দুটি আলাদা আলাদা ভাবে স্পেশাল দিন আজ মিশে গিয়েছে। অথচ প্রতিবছরের ন্যায় এই উৎসব পালন করতে পারা সম্ভব নয় এবছর। কারণে গোটা দেশ মহামারীর সাথে যুদ্ধ করছে। জায়গায় জায়গায় বেড, অক্সিজেনের জন্য হাহাকার। চারিপাশ দেখলে মনে হবে যেন মৃত্যুর ধ্বংসলীলা চলছে।

তবে এই মৃত্যুর ধ্বংসলীলার মাঝেই নিজের ছোটবেলার স্মৃতি উজাড় করলেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী। গতবছর লকডাউন চলাকালীন মা হয়েছিলেন অভিনেত্রী। সেই থেকে ছোট্ট যুবানকে নিয়েই কেটেছে তার দীর্ঘ ৭ মাসেরও বেশি সময়। কিন্তু এরপর অভিনেত্রী নিজেও করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে বর্তমানে  বেশ কিছুদিন সন্তানকে ছেড়ে আইসোলেশনে থাকছেন। তবে আজ মাতৃ দিবসের দিনে নিজের ছোটবেলার কথা বড় মনে পড়ে অভিনেত্রীর।

যুবান শুভশ্রী Yubaan Subhashree

শুভশ্রীর মতে, ছোটবেলা থেকেই মা হবার দারুন ইচ্ছা ছিল তার। বাচ্চা বেলায় টিভির সামনে ডিসকভারি চ্যানেলে বসে নানান পশু পাখিদের মা হতে দেখেই মা হবার প্রবল ইচ্ছা জেগেছিলো তাঁর। বনেদী পরিবারের মেয়ে শুভশ্রী পরিবারের সকলের সাথে থাকলেও মা ছিল তার সবথেকে কাছের মানুষ। ধীরে ধীরে বড় হতে হতেই শুভশ্রীর অভিনয়ের শখ হয়। আগেই বলেছি বনেদী পরিবারের মেয়ে শুভশ্রী। তার ইচ্ছার কথা শুনে বাড়ির কেউ রাজি না হলেও মা রাজি ছিলেন।

শুভশ্রী Subhashree Ganguly

মায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রথম পা রেখেছিলেন অভিনেত্রী। যাতায়াতের জন্য জমানো টাকা দিয়ে স্কুটি কিনে দিয়েছিলেন মা। সেই সমস্ত স্মৃতি যেন আজ অমলিন শুভশ্রীর কাছে। এরপর রাজ চক্রবর্তীর সাথে বিয়ে হয় অভিনেত্রীর।

Subhashree Ganguly শুভশ্রী গাঙ্গুলী

শশুরবাড়িতে এসে আরেক নতুন মা পান তিনি। বউমা নয়, মেয়ের মতোই ভালোবাসেন শুভশ্রীকে রাজের মা। তাই মাতৃ দিবসে নিজের দুই মাকেই হ্যাপি মাদার্স ডে এর শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।

Subhasree Ganguly Yuvaan

অবশ্য, অভিনেত্রী এখন নিজেও একজন মা। যুবানকে পেয়ে অভিনেত্রী দারুন খুশি হয়েছিলেন। একসময় মা হবার ইচ্ছে প্রকাশ করা অভিনেত্রী এখন নিজেই মা হয়েছেন। নিজের মত করে একজন আদর্শ মা হতে চান অভিনেত্রী। আর চারিদিকের বিভীষিকাময় পরিবেশের মাঝে ছেলেই যেন তার কাছে বাঁচার অক্সিজেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥