টলিউডের (Tollywood) প্রথম সারির নায়িকাদের মধ্যেই নাম থাকবে শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly)। তাঁর অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শকরা। একাধিক সুপারহিট সিনেমায় নিজের অভিনয় গুণেই মন জয় করে নিয়েছেন দর্শকদের। তবে টলি সুন্দরী শুভশ্রী এখন শুধু নায়িকাই নন, একজন দায়িত্বশীল স্ত্রী এবং মা’ও। অভিনয়ের পাশাপাশি স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং সন্তান ইউভানকে (Yuvan) নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি।
করোনাকালে লকডাউনের মধ্যেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। চলতি বছরের সেপ্টেম্বরেই দু’বছরে পা দিয়েছে একরত্তি ইউভান। ইতিমধ্যেই এই অল্প বয়সেই সোশ্যাল মিডিয়ায় দারুন ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে পুঁচকি ইউভানের। টলিউডের প্রথম সারির স্টারকিডদের কথা উঠলে প্রথমেই আসে ইউভানের নাম।
দেখতে গেলে জনপ্রিয়তা দিক দিয়ে দিনে দিনে মা-বাবাকেও ছাড়িয়ে যাচ্ছে সে। এরই মধ্যে সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দ্বিতীয়বার মা হওয়ার খবর। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দাদা হতে চলেছে ইউভান। আসলে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে শুভশ্রী বলেছিলেন তিনি বারবার মা হতে চান।
শুভশ্রীর মনে হয়, আর একটা সন্তান জন্ম দিলে কেমন হয়? আর রাজ ঘরণীর মুখে একথা শোনার পর থেকেই তাঁর দ্বিতীয়বার প্রেগন্যান্ট হওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও শুভশ্রী এখানে ‘সন্তান’ বলতে তাঁর অভিনীত একটি চরিত্রের কথা বলতে চেয়েছেন। অভিনেত্রীর মতে, প্রত্যেকবার একটি করে নতুন চরিত্রে অভিনয় করার পর তাঁর মনে হয় একটি সন্তানের জন্ম দিলেন। শুভশ্রী জানান, তাঁর এই অনুভূতি দারুণ লাগে। তিনি নিজে যেহেতু মা হয়েছেন তাই বুঝতে পারেন এই অনুভূতিটা ঠিক কতখানি সুন্দর।
সম্প্রতি বোনের করা মন্তব্যের মন্তব্য প্রসঙ্গে নীরবতা ভেঙে ছিলেন শুভশ্রী দিদি দেবশ্রী গাঙ্গুলী (Debashree Ganguly)। তিনি জানিয়েছেন এ কথা ঠিক তারা সকলেই চান বাড়িতে একজন ছোট্ট সদস্য আসুক। যে দাদা বলে ডাকবে ইউভানকে। আসলে শুভশ্রীর দিদি দেবশ্রী রয়েছে ১৯ বছরের এক ছেলে। সে এখন পড়াশোনার জন্য রয়েছে বিদেশে।
তাই যেহেতু শুভশ্রী এবং তার দিদি দেবশ্রী দুজনেরই ছেলে তাই তারা চান বাড়িতে একটা মেয়ে আসুক। তাই সকলের ইচ্ছা শুভশ্রী আবার মা হলে সেই ইচ্ছা পূরণ হবে। সেইসাথে অভিনেত্রীর দিদি জানিয়েছেন এখনই দ্বিতীয় সন্তান নেওয়ার প্ল্যানিং নেই ‘রাজশ্রী’ জুটির। এখন তাদের সবটুকু ঘিরে একরত্তি ইউভান। তাই তাকে বড় করে তোলাই এখন রাজ্ শুভশ্রীর প্রথম দায়িত্ব। তাই দ্বিতীয় সন্তান নিলেও তাঁরা আগামী ২ বছরের আগে নিচ্ছেন না বলেই জানিয়েছেন শুভশ্রীর দিদি।