
টলিউডের প্রথম শ্রেণীর অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। এই মুহূর্তে বাংলায় ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি। সারা বছর হাতে ঠাসা কাজ অভিনেত্রীর। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও সম্প্রতি ছোটবেলার বান্ধবী সোহিনী বন্দ্যোপাধ্যায়ের (Sohini Banerjee) বিয়ের অনুষ্ঠানে মেতে উঠতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
আইবুড়ো ভাত থেকে শুরু করে মেহেন্দি কিংবা সংগীত গোটা বিয়েতেই বান্ধবীকে কাছ ছাড়া করেননি শুভশ্রী। আর তা হবে নাই বা কেন? এ তো আর যে সে বান্ধবী নয়, ছোটবেলার বান্ধবী বলে কথা! তাছাড়া ছোটবেলার বন্ধুদের ব্যাপারটাই আলাদা হয়ে থাকে। আর নয় নয় করে শুভশ্রীর সাথে সোহিনীর বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ ২৭ বছরের পুরোনো।
View this post on Instagram
তাই ছোটবেলার বান্ধবী সোহিনীর বিয়ের আনন্দ একেবারে চেটেপুটে উপভোগ করতে কদিন আগেই বর্ধমানের দেশের বাড়ি পৌঁছে গিয়েছিলেন শুভশ্রী। সেখানে থেকেই চুটিয়ে উপভোগ করেছেন প্রিয় বান্ধবীর বিয়ের (Best friend marriage) প্রতিটা অনুষ্ঠান। সম্প্রতি সোশ্যাল মিডিয়া (Social Media) ভাইরাল (Viral) হয়েছে শুভশ্রীর বান্ধবীর সেই বিয়ের নানান মুহূর্তের ছবি। প্রসঙ্গত কুড়ি নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন শুভশ্রী বান্ধবী সোহিনী।
আগেই বলেছি অনেক পুরনো বন্ধুত্ব তাদের, তাই সোহিনী কিন্তু শুভশ্রীকে আজও সেই আগের মতই ‘পুটাই’ বলেই ডাকেন। শুধু তাই নয় অনেকেই হয়তো জানেন না সোহিনী আসলে রাজ শুভশ্রীর টিমের অন্যতম সদস্য। এদিন শুভশ্রীর ফ্যান পেজের তরফে শেয়ার করা হয়েছে সোহিনীর আইবুড়ো ভাতের বেশ কিছু ছবি। সেই ছবিতে দেখা গিয়েছে নীল রঙের কাতান পরে সাবেকি সাজে প্রিয় বান্ধবীকে নিজের হাতে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন শুভশ্রী।
View this post on Instagram
এছাড়া মেহেন্দিনীর অনুষ্ঠানে শুভশ্রী পড়েছিলেন হলুদ রঙের ভীষণ মিষ্টি একটি গাউন। আর তার বান্ধবী অর্থাৎ হবু বউয়ের পরনে ছিল সবুজ রঙের গাউন। বান্ধবীর বিয়ের মেহেন্দিতে দুই হাত ভরে মেহেন্দিও করতে দেখা গিয়েছে শুভশ্রীকে। সেখানে দেখা গিয়েছিল একহাতে স্বামী রাজের নাম অন্য হাতে ছেলে ইউভান-এর নাম লিখে হাসিমুখে পোজ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী। এছাড়া এদিন নিজের গার্লস গ্যাঙের সাথে ব্যাচেলর্স পার্টিও করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সব মিলিয়ে নভেম্বরের শীতে প্রিয় বান্ধবীর বিয়েতে মন ভরে আনন্দ করলেন রাজ ঘরণী শুভশ্রী গাঙ্গুলী।
View this post on Instagram