• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘না জানলেও বলা চাই!’ ভুল ইংরেজিতে হকি বিশ্বকাপের শুভেচ্ছাবার্তা, শুভশ্রীকে কটাক্ষ নেটিজেনদের

তারকা মানেই তাঁদের দিকে সবসময় থাকবে অনুরাগীদের কড়া নজর। ভালো কিছু হলে তাঁদের যেমন ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা, তেমনই আবার পান থেকে চুন খসলে ধেয়ে আসে নানান কটুক্তি। সম্প্রতি যেমন এমনটাই হয়েছে টলিউডের নামী অভিনেত্রী (Tollywood actress) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সঙ্গে।

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক ট্রোলের শিকার হয়েছেন শুভশ্রী। নতুন বছরের শুরুতেই যেমন স্বামী রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনের ছবি পোস্ট করে কটাক্ষ শুনেছিলেন অভিনেত্রী। এবার আবার ভুল ইংরেজি বলে নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন টলি সুন্দরী।

   

Tollywood actress Subhashree Ganguly comeback as judge in Dance Bangla Dance

শুক্রবার অর্থাৎ আজ ওড়িশায় শুরু হচ্ছে পুরুষদের হকি বিশ্বকাপ (Hockey World Cup)। সেই জন্য মনপ্রীত সিংদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। রাজ ঘরণীকে সেই ভিডিওয় একেবারে স্পোর্টি অবতারে দেখা গিয়েছে। সাদা-কালো পোশাকে ইংরেজি শুভেচ্ছা জানাতে যান টলি অভিনেত্রী। আর সেখানেই বাঁধে বিপত্তি।

ইংরেজিতে কথা বলতে গিয়ে ভিডিওর শুরুতেই ছোট্ট ভুল করে বসেন রাজ ঘরণী। ‘হকি ওয়ার্ল্ড কাপ’এর পরিবর্তে শুভশ্রী ভুল করে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ উচ্চারণ করে ফেলেন। অভিনেত্রী এই ছোট্ট ভুলের জন্যই তাঁকে একজন নেটাগরিক ইংরেজি পাঠ দেওয়া শুরু করেন। সংশ্লিষ্ট নেটিজেন কমেন্ট করেন, ‘ওয়ার্ল্ডস কাপ!!! ইংরেজি না বলতে পারলে অত বেশি চেষ্টা করতে হবে না!’।

Subhashree Ganguly speaking wrong English

কেউ কেউ আবার টলি সুন্দরীর ঠোঁট নিয়েও কটুক্তি করেন। অনেকে অভিযোগ আনেন, শুভশ্রী নাকি লিপ সার্জারি করিয়েছেন। যদিও ট্রোলারদের বিশেষ পাত্তা দেননি অভিনেত্রী। তবে যাদের উদ্দেশে এই ভিডিও পোস্ট করেছিলেন তিনি, তাঁরা কিন্তু ঠিক ধন্যবাদ জানিয়েছেন। ভারতের পুরুষ হকি দলের তারকা জার্মানপ্রীত সিং কমেন্ট করেন, ‘ধন্যবাদ’।


সোশ্যাল মিডিয়ায় যতই ট্রোল হন না কেন, এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘ডক্টর বক্সী’। এছাড়াও এই বছরই কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী। স্বামী রাজ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ ‘প্রলয় আসছে’র সহ-প্রযোজক শুভশ্রী।