• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুলের গণ্ডিও পেরোয়নি, তাঁরাই নাকি ‘মহানায়িকা’! ১০ টলি নায়িকার শিক্ষাগত যোগ্যতা জানেন?

Tollywood Actress Educational Qualification : টলিউড নায়িকা (Tollywood Actress) হতে গেলে অভিনয় জানাটা বাধ্যতামূলক। অভিনয়ে যদি কেউ গোল্লা হয়, তাহলে তাঁর নায়িকা হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। আর যদি কেউ পড়াশোনায় (Educational Qualification) গোল্লা হয় তাহলে? অভিনেত্রী হওয়ার সঙ্গে পড়াশোনার তেমন কোনও সম্পর্ক নেই একথা হয়তো ঠিক। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীরা প্রায়ই প্রিয় অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধিত তথ্য জানতে চান। আজকের প্রতিবেদনে তাই টলিপাড়ার ১০ জনপ্রিয় অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতার হদিশ তুলে ধরা হল।

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) : নব্বইয়ের দশকে টলিউড কাঁপানো অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন তিনি। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে এখনও চর্চা হয়। টলিপাড়ার এই সিনিয়র অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় ছিলেন। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাশ করেছেন তিনি।

   

Rituparna Sengupta, Rituparna Sengupta educational qualification

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) : টলিউডের পাশাপাশি এখন বলিউডেরও পরিচিত মুখ হয়ে উঠেছেন স্বস্তিকা। তাঁর কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের মধ্যে ব্যাপক চর্চা হয়। তবে অনেকেই জানেন না, স্বস্তিকা কিন্তু প্রচণ্ড মেধাবী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পাশ করেছেন তিনি।

Swastika Mukherjee, Swastika Mukherjee education, Swastika Mukherjee Madhyamik result

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) : ‘ঠোঁটকাটা’ হিসেবে বেশ জনপ্রিয় টলি সুন্দরী শ্রীলেখা। একাধিক ইস্যুতে নিজের বক্তব্য রাখেন তিনি। যে কারণে অনেকসময় সমালোচিতও হতে হয় তাঁকে। সেই শ্রীলেখা জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পড়াশোনা শুরু করেন।

Sreelekha Mitra, Sreelekha Mitra educational qualification

কোয়েল মল্লিক (Koel Mallick) : স্টারকিড হলেও নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকমনে আলাদা স্থান আদায় করে নিয়েছেন কোয়েল। রঞ্জিত মল্লিকের কন্যা, গোখেল মেমোরিয়ালে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ হওয়ার পর ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি।

Koel Mallick, Koel Mallick educational qualification

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) : অভিনয় শুধু নয়, রাজনীতির দুনিয়ারও পরিচিত মুখ হলেন মিমি। জনপ্রিয় এই অভিনেত্রী আশুতোষ কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। এরপর ছোটপর্দায় পা রাখেন তিনি।

Mimi Chakraborty, Mimi Chakraborty educational qualification

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) : বর্ধমানের মেয়ে শুভশ্রী এখন রাজত্ব করছেন টলিউডে। নিজের অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। জানা গিয়েছে, শুভশ্রী ম্যানেজমেন্টে স্নাতক পাশ করেছেন।

Subhashree Ganguly, Subhashree Ganguly educational qualification

নুসরত জাহান (Nusrat Jahan) : মিমির মতো টলি সুন্দরী নুসরতও রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ। জানা যায়, জনপ্রিয় এই অভিনেত্রী ভবানীপুর কলেজ থেকে বি কম অনার্স পাশ করেছেন।

Nusrat Jahan, Nusrat Jahan educational qualification

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) : একসময় নায়িকা হিসেবে বড়পর্দা কাঁপালেও এখন রাজনীতির আঙিনাতেই বেশি দেখা মেলে সায়ন্তিকার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই টলি নায়িকা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ পাশ করেছেন।

Sayantika Banerjee, Sayantika Banerjee fees, Sayantika Banerjee educational qualification

পাওলি দাম (Paoli Dam) : টলিউডের পাশাপাশি বলিউডেরও পরিচিত মুখ পাওলি। তবে অনেকেই জানেন না, তাঁর শিক্ষাগত যোগ্যতাও চমকপ্রদ। একাধিক স্কলারশিপ পেয়েছিলেন তিনি। পাওলি প্রথমে বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক, এরপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেন।

Paoli Dam, Paoli Dam educational qualification

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) : টলি নায়িকাদের কথা হবে আর শ্রাবন্তীর নাম থাকবে না তা কি হয়? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন তিনি। অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় হলেও শ্রাবন্তীর পড়াশোনার বিষয়ে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee educational qualification

শোনা যায়, স্কুল পাশ করার আগেই অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করে দিয়েছিলেন তিনি। শ্রাবন্তী আদৌ স্কুলের গণ্ডি পেরিয়েছিলেন? যদি পেরিয়ে থাকেন কোন কলেজ / বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়ে কোনও তথ্যই পাওয়া যায় না।

site