• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের শিক্ষা! ছোট্ট ইউভানকে ছড়ার সাথে নাচ শেখাচ্ছে শুভশ্রী, ভাইরাল মিষ্টি ভিডিও

ইউভান,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,নাচ,টলিউড,Yuvaan,Subhashree Ganguly,raj Chakraborty,tollywood

একটা শিশুর মানুষ হয়ে ওঠার জন্য সবার আগে দরকার মা বাবার শিক্ষা৷ কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই বিনোদন জগতের সাথে যুক্ত তারকারা কাজের চাপে নিজেদের সন্তানকে সামান্য সময় টুকুও দিয়ে উঠতে পারেন না। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। ২ বছর হতে চলল না হয়েছেন অভিনেত্রী। ইউভানকে জন্ম দেওয়ার পর থেকে সেভাবে কাজে ফিরতে দেখা যায়নি নায়িকাকে, বরং সেই সময়ের সবচেয়ে বেশি সময় তিনি দিয়েছেন সদ্যজাতকেই৷

আর ছোট্টটি নেই রাজপুত্তুর। স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ ঝুলিয়ে ইউভানের প্রথম স্কুল যাওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম দিন স্কুলে গিয়ে কোনোও কান্নাকাটি করেনি ‘গুড বয়’ ইউভান। বরং লক্ষ্মী ছেলের মতোই বাবা মায়ের হাত ধরে স্কুলে গিয়েছে সে৷

ইউভান,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,নাচ,টলিউড,Yuvaan,Subhashree Ganguly,raj Chakraborty,tollywood

তবে সে এক্কেবারে মা অন্তঃ প্রাণ। মা শুভশ্রীকে ছাড়া বাবুর এক মুহুর্ত চলে না৷ যদিও তার কারণও আছে, জন্মের পর থেকে ইউভানকে সবসময়ই কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেছেন শুভশ্রী গাঙ্গুলি। কাজের অছিলায় ছেলেকে পরিচারিকার হাতে ছেড়ে দেননি তিনি।

ইউভান,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,নাচ,টলিউড,Yuvaan,Subhashree Ganguly,raj Chakraborty,tollywood

বুক দিয়ে সারাক্ষণ সন্তানকে আগলে রাখেন তিনি। আর সেকারণেই ইউভানের কাছ থেকে মিষ্টি মিষ্টি উপহারও পান টলিউডের ‘পরিণীতা’। কখনও ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে মায়ের গালে আদরের হামি এঁকে দেন ইউভান কখনও বা মা’য়ের সাথে দেদার দুষ্টুমিতে মত্ত হয় সে৷ আর এই সুযোগে ইউভানকে খানিক লেখাপড়াও করিয়ে নেয় শুভশ্রী৷

ইউভান,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,নাচ,টলিউড,Yuvaan,Subhashree Ganguly,raj Chakraborty,tollywood

সম্প্রতি ভাইরাল হল এমনই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পুচকে ইউভানকে টিভিতে ইংরেজি ছড়া চালিয়ে দিয়েছে মা শুভশ্রী। মজার সেই ছড়া দুলে দুলে নেচে নেচে মায়ের সাথে সাথে বলছে ইউভান। এই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভশ্রীর প্রশংসাতেও পঞ্চমুখ সকলে।

https://youtu.be/rwOhJaPLB0k

 

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥