• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বৌদি’ ডাকার সাহস কারোর নেই, এখনও মশালাদার ছবিতে কাজ করতে পারি! সোজা কথা রাজ পত্নী শুভশ্রীর

Published on:

Still fit to act in commercial movie Says Subhashree Ganguly

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কেরিয়ারের শুরুতে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করলেও, সাম্প্রতিক অতীতে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন তিনি। ‘পরিণীতা’র মতোই ‘ধর্মযুদ্ধ’, ‘বৌদি ক্যান্টিন’এও একেবারে ডিগ্ল্যাম লুকে, পাশের বাড়ির মেয়ের চেহারায় ধরা দেবেন শুভশ্রী।

শুভশ্রীকে গ্ল্যামারাস নায়িকা হিসেবে দেখা যায়নি তাঁর শেষ ছবি ‘হাবজি গাবজি’তেও। বক্স অফিসে ভালো ব্যবসা করেছে  ছবিটি। তবে তা বলে এমন নয় আর কখনও মশালাদার বাণিজ্যিক ছবিতে দেখা যাবে না ইউভানের মা’কে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেকথা।

Subhashree Ganguly upcoming projects

সম্প্রতি শুভশ্রী টলিউডে তাঁর সফর নিয়ে মুখ খুলেছেন। সেখানে তিনি বলেন, অতীত, বর্তমানের মতোই তাঁর ভবিষ্যৎটাও সুন্দর হবে বলেই বিশ্বাস। শুভশ্রীকে এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বৌদি ক্যান্টিন’ ছবিতে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম পৌলমী। সেই ছবিতে নারী স্বাধীনতা এবং পুরুষ ও নারীর সমানাধিকারের বিষয়টি দেখানো হবে।

Subhashree Ganguly,Tollywood,Subhashree Ganguly upcoming projects,entertainment,শুভশ্রী গঙ্গোপাধ্যায়,শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি,টলিউড,বিনোদন

তবে বড় পর্দার ‘বৌদি’ শুভশ্রীর ইন্ডাস্ট্রিতে সবচেয়ে প্রিয় ভাসুর বা দেওর কে? জবাবে সবচেয়ে প্রিয় ভাসুর হিসেবে অভিনেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) নাম নিলেও, তিনি এখনও বৌদি হননি  বলেই মত রাজ-ঘরণীর। শুভশ্রীর মতে, তাঁকে বৌদি বলে ডাকার সাহস নাকি এখনও পর্যন্ত টলিউডের কারোর হয়নি।

শুভশ্রী প্রিয় ভাসুর হিসেবে রুদ্রনীলের নাম নেওয়ার কিন্তু আর একটি তাৎপর্য রয়েছে। কারণ রুডি এবং রাজ দু’জনে দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য। তবে, তাঁদের সখ্যতার কথা কারোর অজানা নয়। আর সেই সূত্রেই রুদ্রনীলের সঙ্গে দাদা-বোনের মতো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে শুভশ্রীর। শুধু তাই নয়, রাজ-শুভশ্রীর বিয়ের সময় তাঁকে ভাসুর হিসেবে আশীর্বাদও করেছিলেন রুডি।

rudranil ghosh bjp

২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন শুভশ্রী। তাঁদের এক ছেলেও রয়েছে। এই খুদে বয়সেই রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। বিয়ের পর, নিজের কাজের পাশাপাশি ছেলে ইউভানের সৌজন্যেও সংবাদের শিরোনামে উঠে আসেন রাজ-ঘরণী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥