টলিউডের (Tollywood) ‘পাওয়ার কাপল’দের তালিকা যদি তৈরি করা হয় তাহলে ওপরের দিকেই থাকবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) নাম। তাঁদের একরত্তি ছেলে ইউভানের (Yuvaan Chakraborty) জনপ্রিয়তাও এই বয়সে দেখার মতো। মাত্র আড়াই বছর বয়সেই জনপ্রিয়তার নিরিখে বড় বড় তারকাদের টেক্কা দেয় সে। আর জনপ্রিয় হবে নাই বা কেন! বাবা জনপ্রিয় পরিচালক, মা নামী অভিনেত্রী- ছোট্ট ইউভানকে নিয়েও তাই চর্চা লেগেই থাকে।
শুভশ্রী এমন একজন অভিনেত্রী যিনি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় থাকেন। মাঝেমধ্যেই নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের নানান ছবি, ভিডিও শেয়ার করে থাকেন তিনি। নেটপাড়ায় তুমুল ভাইরালও হয় সেগুলি। সম্প্রতি যেমন ছেলে ইউভানের ‘গ্র্যাজুয়েশন ডে’র (Graduation Day) ছবি শেয়ার করেছেন তিনি। মাত্র আড়াই বছর বয়সেই গ্র্যাজুয়েট (Graduate) হয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে ‘রাজশ্রী’র পুত্র।
রাজ-শুভশ্রীর ছেলে ছোট থেকে লাইমলাইটের মধ্যে থেকেই বড় হয়েছে। টলিপাড়ার দুই তারকাই ছেলের নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। স্বাভাবিকভাবেই ইউভান গ্র্যাজুয়েট হওয়ার পরেও সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মিসেস চক্রবর্তী।
মাত্র আড়াই বছর বয়সেই গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে রাজ-শুভশ্রীর ছেলে। দেখতে দেখতে প্লে স্কুলের গণ্ডি অতিক্রম করে ফেলল সে। এবার স্কুলে যাওয়ার পালা পুঁচকে ইউভানের। ছেলের জীবনের এই বিশেষ দিনে তাঁর সঙ্গে ছিলেন মা-বাবা দু’জনেই। প্রত্যেকটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাজ-শুভশ্রী। এরপর তা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
গ্র্যাজুয়েশন ডে’র জন্য ইউভান সেজে উঠেছিলেন নীল রঙের একটি জিন্সের প্যান্ট এবং সাদা রঙের শার্টে। গ্র্যাজুয়েট হওয়ার পর কালো রঙের হুড এবং চার কোণা টুপিও পরেছিল ‘রাজশ্রী’র ছেলে। হাবভাব দেখে কে বলবে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয়েছে তাঁর! সোশ্যাল মিডিয়ায় ছেলের গ্র্যাজুয়েশন ডে’র ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এবার উঁচু স্কুলে যাওয়ার পালা… গ্র্যাজুয়েশন ডে’।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, কাজ এবং সংসার দুই-ই খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন রাজ ঘরণী শুভশ্রী। অভিনেত্রীকে সম্প্রতি দেখা গিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’এ। এই সিরিজে ৭৫ বছরের প্রৌঢ়ার চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন অভিনেত্রী।