টলিউডের জনপ্রিয় সেলেব দম্পতিদের মধ্যে অন্যতম রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। শুভশ্রী যেমন তার অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি পরিচালক হিসাবে রাজ চক্রবর্তীর খ্যাতি কম নয়। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই টলিউড সেলিব্রিটি।
গতবছর লকডাউনের মাঝের আসে সুখবর, এরপর রাজ ঘরানায় আসে ছোট্ট রাজপুত্র যুবান (Yubaan)। ছোট্ট যুবনের আগমনে খুশিতে ভরে ওঠে রাজ ঘারানা। জন্মের পর থেকেই যুবান রীতিমত সেলেব্রিটিতে পরিণত হয়ে গেছে। কখনো বাবার সাথে কলকাতা দর্শন তো কখনো রাজ চক্রবর্তী প্রাইভেট লিমিটেডের চেয়ারে বসের রূপে ছোট্ট যুবনের ছবি হামেশাই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
দেখতে দেখতে ছোট্ট যুবানের বয়স হল চার মাস। এবার ছেলে যুবানকে নিয়ে মেতে উঠেছেন রাজ শুভশ্রী। এমনিতেই যুবানের ছবি সুপার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, গতবছর ২০২০ ক্রিসমাসে সান্তা ক্লজ রূপে ছোট্ট যুবানের ছবি ব্যাপক ভাইরা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবার চার মাসের জন্মদিনে ছোট্ট যুবানকে নিয়ে মেতে আছেন রাজ শুভশ্রী।
সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী তার সোশ্যাল মিডিয়াতে ছোট্ট যুবানের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে বাবা রাজ চক্রবর্তীর কোলে আদরঘন মুহূর্তে দেখা যাচ্ছে চার মাসের যুবানকে। ছেলে যুবানকে কোলে নিয়ে হাসি মুখে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীকে। আরেকটি ছবিতে খেলনা নিয়ে খেলতে দেখতে পাওয়া যাচ্ছে রাজপুত্র যুবানকে।
View this post on Instagram