• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়পর্দায় আসছে অসমবয়সী প্রেমকাহিনী, ঋদ্ধি শুভশ্রীর বৃষ্টিভেজা রোম্যান্স শিহরণ জাগাল দর্শক মনে

Updated on:

Subhashree Ganguly Riddhi Sen in Bismillah trailer out

একজনের বয়স ৩১ বছর। অপরজনের বয়স ২৪। একজন বিয়ে করে ঘোরতর সংসারী হয়ে উঠেছেন। স্বামী-পুত্র নিয়ে তাঁর ভরা সংসার। আরেকজনের ফোকাস এখন শুধুমাত্র তাঁর কেরিয়ার। এখানে কথা হচ্ছে টলি পাড়ার নামী নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেনের (Riddhi Sen)। টলিউডের এই দুই অসম বয়সী তারকার বৃষ্টিভেজা রোম্যান্সই এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

আসলে ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’ (Bismillah) ছবিতে দেখা যাবে, ঋদ্ধি এবং শুভশ্রীকে। সম্প্রতি সেই ছবির টিজার মুক্তি পেয়েছে। সেখানেই রাজ চক্রবর্তীর ঘরণীর সঙ্গে কৌশিক সেনের ছেলেকে বৃষ্টিতে ভিজে তুমুল রোম্যান্স করতে দেখা গিয়েছে। সেই রোম্যান্স নজর কেড়েছে দর্শকদের।

Subhashree Ganguly Riddhi Sen in Bismillah

‘বিসমিল্লা’ ছবিতে শুভশ্রী এবং ঋদ্ধির পাশাপাশি অভিনয় করেছেন অভিনেতার বাস্তবের বান্ধবী তথা অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অপরাজিতা আঢ্য এবং বিদীপ্তা চক্রবর্তীর মতো শিল্পীরাও রয়েছেন ছবিতে। মাত্র দিন দু’য়েক আগে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। তা দেখেই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে উঠেছে। টিজার দেখে দর্শকদের একাংশ তো ঠিকই করে ফেলেছেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি তাঁরা দেখবেনই।

আগামী ১৯ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবি। ‘বিসমিল্লা’য় যেমন বয়সে বড় শুভশ্রীর সঙ্গে ঋদ্ধির প্রেম থাকবে, তেমনই বাস্তবের বান্ধবী সুরঙ্গনার সঙ্গে তাঁর রসায়নও থাকবে। টিজারে অল্প সময়ে দর্শকদের মনে ধরেছে সুরঙ্গনার অভিনয়।

সম্প্রতি ঋদ্ধিকে রাজ ঘরণীর সঙ্গে রোম্যান্স করার অভিজ্ঞতার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। সেই বিষয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ খ্যাত অভিনেতা বলেছেন, রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করার পর যখনই ‘কাট’ বলা হতো, তখনই নাকি দু’জনে হাহা করে হেসে উঠতেন। তবে বাস্তবের সেই হাসির প্রভাব যে পর্দায় পড়েনি, তা কিন্তু টিজার দেখে বেশ বোঝা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥