এই মুহূর্তে বাংলা সিনেমার (Bengali Cinema) ব্যস্ততম অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তাঁর হাতে এখন থাকে ব্যাক টু ব্যাক কাজ। শুভশ্রী মানেই ছকভাঙা একগুচ্ছ বাংলা সিনেমা। বরাবরই তাঁর অভিনয়ের জাদুতে মুগ্ধ হয়েছেন বাংলার সিনেমাপ্রেমীরা। প্রায় ১৬ বছরের কেরিয়ারে কাজ করেছেন একাধিক সুপারহিট বাংলা সিনেমায়।
একটা সময় চুটিয়ে কাজ করেছেন একের পর এক কমার্শিয়াল বাংলা সিনেমাতেও (Commercial Cinema)। একসময় দারুন ব্যবসা করেছে শুভশ্রী অভিনীত ‘চ্যালেঞ্জ’,’পারণ যায় জ্বলিয়া রে’,এবং ‘বস’-এর মতো সিনেমা। তবে এখন ছক ভেঙে শুভশ্রী অভিনয় করছেন ‘বৌদি ক্যান্টিন’,’হাবজি গাবজি’, ‘ইন্দুবালার ভাতের হোটেল’, কিংবা ‘ডক্টর বক্সী’ (Doctor Bakshi)-র মতো ভিন্ন স্বাদের সিনেমায়।
প্রসঙ্গত নতুন বছরের শুরুতেই আগামী ২৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত তৃতীয় সিনেমা ‘ডক্টর বক্সী’। এই মুহূর্তে জোরকদমে চলছে এই সিনেমার প্রচারের কাজ। আর তার আগেই সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘টলি টাইম’-এর সাথে এক একান্ত সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেত্রী।
সেখানেই এদিন কখনও নতুন সিনেমা তো কখনও পুরনো কমার্শিয়াল সিনেমা আবার কখনও একরত্তি ছেলে ইউভান সম্পর্কে নানান অজানা কথা বলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এখন ভিন্ন স্বাদের নতুন নতুন সিনেমা আর চরিত্রে অভিনয় করেন শুভশ্রী। তবে সেইসাথে তিনি আজও মিস করেন পুরনো কমার্শিয়াল সিনেমাগুলো।
শুভশ্রীর কথায় সেসব দিন ছিল ‘সোনালী দিন’। তবে এদিন অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন শুধু নাচ গান নয় ভালো অভিনয়ের সুযোগ থাকলে তবেই তিনি কমার্শিয়াল সিনেমায় অভিনয় করবেন। এ প্রসঙ্গে বলিউডের ‘পাঠান’ (Pathan) সিনেমার প্রসঙ্গ টেনে দীপিকা পাড়ুকোনের উদাহরণ দিতে দেখা যায় শুভশ্রী কে। এছাড়া এদিন দেবের প্রজাপতি সিনেমার সাফল্য প্রসঙ্গে অভিনেত্রী জানান তিনি এখনও সিনেমাটা দেখার সুযোগ করে উঠতে পারেননি তবে ভালো সাড়া পাওয়ায় ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে তার ভালো লাগছে।