বিনোদনভিডিও

পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে উরু! ‘সেক্সি মাম্মা’ শুভশ্রীর বোল্ড ভিডিও দেখে ঘুম উড়ল আমজনতার

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly) নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতেই থাকে। কখনও নিজের কাজের জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় (Social media) একটি ভিডিও (Video) শেয়ার করে ইউভানের ‘মাম্মা’ নেটিজেনদের নজর কেড়ে নিয়েছেন।

এই মুহূর্তে টলিপারার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী। রাজ-ঘরণীর হাতে এখন রয়েছে ঠাসা কাজ। একের পর এক প্রোজেক্ট রিলিজ করছে তাঁর। সেই সঙ্গেই চলছে ‘ডান্স বাংলা ডান্স’এর কাজ। জি বাংলার এই রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে দেখা যাচ্ছে টলি ডিভাকে। তবে এত ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক সময় বের করে নেন অভিনেত্রী।

Subhashree Ganguly, Subhashree Ganguly bold

শুভশ্রী এমন একজন নায়িকা যিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। মাঝেমধ্যেই নানান ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কর্মজীবন, ব্যক্তিগত জীবনের নানান আপডেট অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন টলিপাড়ার ‘পরিণীতা’। এবার যেমন একেবারে সাহসী লুকে (Bold look) নিজের ছবি শেয়ার করে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি।

সম্প্রতি শুভশ্রী নীল রঙের হাই থাই স্লিট পোশাকে (High thigh slit gown) নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। পায়ের সবুজ রঙের পেন্সিল হিল, উঁচু করে বাঁধা চুল, কানে বড় দুল এবং হাল্কা মেক আপে বেশ মোহময়ী দেখাচ্ছে তাঁকে। টলি সুন্দরীর সেই পোস্টে একের পর এক লাইক-কমেন্ট করছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই মোহময়ী লুকে নেটিজেনদের মনেও যে ঝড় উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Subhashree Ganguly, Subhashree Ganguly bold

পাশাপাশি অনেকের নজর কেড়েছে অভিনেত্রী ট্রান্সফরমেশনও। আসলে ইউভানের জন্মের পর শুভশ্রীর ওজন খানিকটা বেড়ে গিয়েছিল। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলও হতে হয়েছে তাঁকে। তবে সম্প্রতি নীল রঙের পোশাক পরে অভিনেত্রী যে ছবি শেয়ার করেছেন সেখানে একেবারে ছিপছিপে চেহারায় দেখা গিয়েছে তাঁকে। কীভাবে এত তাড়াতাড়ি মেদ ঝরিয়ে স্লিম চেহারায় ফিরে এলেন শুভশ্রী, তাও জানতে চেয়েছেন অনুরাগীরা।


প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য ‘ইন্দুবালা ভাতের হোটেল’এর হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন শুভশ্রী। দেবলয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিয়ালে ৭৫ বছরের এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে টলি ডিভার অভিনয়।

Back to top button