বিয়ের পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (subhashree ganguly) প্রথম ছবি ছিল পরিণীতা। পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর (raj chakraborty) পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সদ্য সদ্য মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন অভিনেত্রী। তাঁর কোল জুড়ে এসেছে ছোট্ট ইউভান।
এখন তাকে নিয়েই কাটছে সময়। বেশ কয়েকদিন আর সিনেমায় দেখা মেলেনি অভিনেত্রীর। অধিকাংশ সময় এখন তার কাটছে ছোট্ট ইউভানকে নিয়েই। একবছর হতে চলল রাজ-পুত্রের বয়স। বাড়িতে থাকার দরুন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সক্রিয় এখন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মাঝেমধ্যেই লাইভে এসে অনুরাগীদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। কখনো বা ইউভানের বিভিন্ন সময়ের ছবি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।
তবে এবার গীটার বাজিয়ে গান করতে গিয়ে চরম ট্রোলের শিকার হলেন শুভশ্রী গাঙ্গুলি। হাতে গীটার নিয়ে একটি মাত্র কর্ড বানিয়েই অরিজিৎ সিংয়ের ‘আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম গাইছিলেন অভিনেত্রী’। একদম সাদামাটা পোশাকে এই গান গাইতে দেখা যায় তাকে।
কিন্তু মুশকিল হল গিটার হাতে গান ধরতেই ধেয়ে এলো নানান মন্তব্য, একজন লিখলেন, “কেউ ওনাকে গান করতে বারণ করুন!” আরেকজন লিখলেন, “গীটারে অনেক কর্ড হয়, সেগুলো বাজাতে হয়”। তবে নেগেটিভ কমেন্ট থাকলেও অনেকেই তার গানের প্রশংসা করেছেন।
যতই হোক বাঙালির টপ নায়িকাদের মধ্যে অন্যতম একজন বলে কথা। ভক্তের সংখ্যাও নেহাত কম নয়, তাই অনেকেই শুভশ্রীর এই গিটার হাতে গানের ভিডিও দেখার জন্য একেবারে উৎসুক ছিলেন। আর প্রিয় অভিনেত্রীকে গিটার হাতে গান করতে দেখে খুশিও হয়েছেন তারা।