• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চেনা ছন্দে ফিরছেন শুভশ্রী! যুবানকে কোলে নিয়ে আনন্দে নেচে উঠলেন অভিনেত্রী, ভিডিও ভাইরাল

সদ্য মা হয়েছেন শুভশ্রী। গত ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর ঘর আলো করে জন্ম নিয়েছে ছোট্ট যুবান। এখন সারাদিন তাকে নিয়েই সময় কাটাচ্ছেন এই সেলেব জুটি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে সন্তানের জন্ম দেন শুভশ্রী৷ সঙ্গে সঙ্গেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ-শুভ৷ আর তারপর থেকেই নেট মহলে রাতারাতি ভাইরাল যুবান।

অভিনেত্রী যাপন থেকে বেরিয়ে ঘরোয়া অগোছালো সাধারণ মায়েদের মতোই দেখা মিলছিল এই টলি-ডিভার। যুবানকে কার্যত যেন চোখে হারাচ্ছেন দুই সেলেব তারকা। বেশ কদিন এভাবে কাটার পর অবশেষে চেনা ছন্দে ফিরছেন রাজের ‘পরিনীতা’। সম্প্রতি অভিনেত্রীকে জিমেও মনোযোগ দিতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

#ThrowbackThursday #gymdays #gymtimeselfie??? #fitness #motivation @subhashreeganguly_real ?

A post shared by SubhashreeGangulyFCMidnapore?? (@club_subhashree) on


এতদিন বাবার কোলে জানলা দিয়েই আকাশ দেখেছে যুবান। এই প্রথমবার খোলা আকাশের নীচে দেখা গেল রাজপুত্রকে। সম্প্রতি নেটপাড়ায় তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট যুবানকে ভুলিয়ে রাখতে তাকে কোলে নিয়ে আনন্দে নাচছেন শুভশ্রী৷ ভিডিওটি রাজ-শুভর আবাসনের নীচেই তোলা। ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রীর পরনে কালো টি-শার্ট ও শর্টস। আর ছোট্ট যুবানের পরনে হলুদ টিউনিক আর পায়ে সাদা মোজা। এই মিষ্টি ভিডিওতে ইতিমধ্যেই মন মজেছে নেটবাসীর। তার কার্যত যুবানকে দেখার জন্য মুখিয়ে থাকে। ছেলেকে নিয়ে সময় কাটানোর ফাঁকে একটু একটু করে কাজেও ফিরছেন এই তারকা দম্পতি। আশা করা যায় খুব শিগগিরই নতুন ছবিতে দেখা মিলবে গ্ল্যামার কুইন শুভশ্রীর।

 

View this post on Instagram

 

#Yuvaan ♥️♥️? @subhashreeganguly_real ?

A post shared by SubhashreeGangulyFCMidnapore?? (@club_subhashree) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥