• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাতের হোটেলের পর বাসনের দোকান খুললেন ‘ইন্দুবালা’ শুভশ্রী! ছবি দেখেই হইচই নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলের (Troll) মুখে পড়া সেলিব্রেটিদের কাছে ইদানীং একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। বলতে গেলে তারকারা যাই করুন না কেন তা নিয়ে খুঁত বার করতে সব সময় তৈরি থাকেন নেট পাড়ার বাসিন্দারা। আর তাছাড়া তারকাদের (Celebrity) ব্যক্তিগত জীবন নিয়ে তো অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।  ব্যতিক্রম নন টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও (Subhashree Ganguly)।

অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই বরাবরই সংবাদ শিরোনামে থাকেন এই বলি কুইন। এবার সবার থেকে আলাদা হয়ে বাসনের দোকানে গিয়ে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। এদিন একটি আকাশি রঙের শাড়ি পরে বাসনের দোকানে গিয়ে ফটো শুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

   

Subhashree Ganguly, Subhashree Ganguly interview

অন্যদের থেকে আলাদা হয়ে ফটোশুটে নতুনত্ব আনতে গিয়ে প্রশংসার বদলে সমালোচনায় কুড়োলেন অভিনেত্রী। এদিন ওই বাসনের দোকান ব্যাকগ্রাউন্ডে রেখে একাধিক ছবি শেয়ার করার পাশাপাশি একটি ভিডিও-ও শেয়ার করেছিলেন শুভশ্রী। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘আলাদা হওয়া ভালো’।

টলিউড,Tollywood,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,ফটোশুট,Photoshhot,বাসনের দোকান,Dishes Shop,ট্রোলড,Trolled,ইন্দুবালা ভাতের হোটেল,Indubala Bhater Hotel

শুভশ্রীর এই ছবি দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছে ট্রোলিংয়ের বন্যা। একজন সরাসরি টলিউড অভিনেত্রীর উদেশ্যে লিখেছেন, ‘সত্যি বলতে এডিটিং জঘন্য। কেন তুমি বাসনের দোকানে চলে গেলে ফোটো তুলতে সেটাও স্পষ্ট নয়। সব মিলিয়ে তোমার এই পোস্ট মনে দাগ কাটতে পারল না। মাথামুণ্ডুহীন একটা কাজ।’


আবার একজনের প্রশ্ন, ‘দিদি দুটো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি দোকানে?’ তো কেউ জানতে চেয়েছেন ছাঁকনির দাম। আবার একজন দাবি করেছেন শুভশ্রীর এই ফোটোশ্যুটের আইডিয়া নাকি আসলে সাউথের অভিনেত্রী কাজল আগরওয়ালের থেকে কপি করা।

টলিউড,Tollywood,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,ফটোশুট,Photoshhot,বাসনের দোকান,Dishes Shop,ট্রোলড,Trolled,ইন্দুবালা ভাতের হোটেল,Indubala Bhater Hotel

প্রসঙ্গত আগামী মাসেই নারী দিবসের দিন অর্থাৎ ৮ মার্চ প্রথম ওটিটি প্লাটফর্ম হইচই টিভিতে আসছে শুভশ্রী অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। প্রসঙ্গত এটাই শুভশ্রী অভিনীত প্রথম ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটিতে শুভশ্রী অভিনয় করেছেন ২৫-৭৫ বছর বয়সী এক বিধবা মহিলার চরিত্রে।

site