• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটা বাচ্চাও আপনার থেকে ভালো নাচে! ঐশ্বর্যের ‘নিম্বুরা’ নাচতে গিয়ে ফের হাসির খোরাক শুভশ্রী

Published on:

শুভশ্রী গাঙ্গুলি,ডান্স বাংলা ডান্স,নাচ,ট্রোল,Subhashree Ganguly,Dance bangla dance,troll,zee bangla

সোশ‍্যাল মিডিয়ায় (Social Media) ট্রোলিং (Trolling) এখন সেলিব্রিটিদের কাছে যেন একেবারে জলভাত পরিণত হয়েছে। নেটিজেনদের বাঁকা নজর সবসময় যেন ওত পেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে সেলিব্রেটিরা সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিদের পোস্টে পান থেকে চুন খসলে কি না খসলো ব্যাস অমনি শুরু হয়ে যায় নেটিজেনদের চুল চেরা বিশ্লেষণ। মা হওয়ার পর থেকে বিগত এক বছর ধরে এমনটাই হয়ে চলেছে টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) সাথেও।

উল্লেখ্য প্রেগন্যান্সির পর খুব স্বাভাবিক কারণেই মেয়েদের শারীরিক গঠনের পরিবর্তন আসে। ব্যাতিক্রম নন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও। আর তাতেই আপত্তি জুড়ে বসেছেন নেটিজেনদের একাংশ। প্রেগন্যান্সির (Pregnancy) পর থেকে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় যাই পোস্ট করছেন তা দেখেই একের পর এক ধেয়ে আসছে নেটিজেনদের কদর্য মন্তব্য। এইভাবে বারবার বডি শেমিংয়ের মুখে পড়ছেন শুভশ্রী।

শুভশ্রী গাঙ্গুলি,ডান্স বাংলা ডান্স,নাচ,ট্রোল,Subhashree Ganguly,Dance bangla dance,troll,zee bangla

যদিও কখনোই এই কদর্য মন্তব্য গায়ে মেখে নিজের কাজ থামিয়ে দেননি অভিনেত্রী। বরং ফের নিজেকে গড়ে পিঠে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) এর বিচারকের আসনে বসেছেন তিনি। এবারের বিচারকদের মধ্যে রয়েছেন টলিউড সুপারস্টার জিৎ গাঙ্গুলি (Jit Ganguly) এবং বলিউডের কমেডি কিং গোবিন্দাও।

শুভশ্রী গাঙ্গুলি,ডান্স বাংলা ডান্স,নাচ,ট্রোল,Subhashree Ganguly,Dance bangla dance,troll,zee bangla

এর আগে এই মঞ্চেই নেচে বহুবার নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে তার সাফ জবাবও দিতে জানেন তিনি। তিনি জানিয়েছেন, এসব কুমন্তব্যে তার কিছুই যায় আসেনা, কারণ যারা মা হয় তারাই বোঝে আসল জয় কোথায়।

শুভশ্রী গাঙ্গুলি,ডান্স বাংলা ডান্স,নাচ,ট্রোল,Subhashree Ganguly,Dance bangla dance,troll,zee bangla

সম্প্রতি ডান্স বাংলা ডান্সের মঞ্চেই অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে জনপ্রিয় বলিউড গান ‘নিম্বুরা নিম্বুরা’ তে নাচেন শুভশ্রী। আসল ছবিতে এই গানে নেচেছিলেন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই। এবার সেই গানে নেচেই ব্যাপক ট্রোলড হলেন শুভশ্রী। কেউ বলছেন, “একটা বাচ্চাও আপনার থেকে ভালো নাচে”, আবার কেউ বলছে, “এই নেচে ইনি নাকি আবার জাজ”, কেউ বা আবার বলছেন,” হুনুমানের মতো লাফিও না”। তবে এসব মন্তব্যে যে কোনোকালেই কর্ণপাত করেননি শুভশ্রী তার প্রমাণ আমরা আগেও পেয়েছি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥