• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে শুভশ্রী! সম্প্রচারের দিনক্ষণ সহ প্রকাশ্যে নতুন প্রোমো 

ইদানিং সাফল্যের একেবারে চূড়ায় বিরাজ করছেন টলিউড অভিনেত্রী (Tollywood) শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। একের পর এক সিনেমা থেকে ওয়েব সিরিজ অভিনেত্রীর হাতে এখন ঠাসা কাজ। এরই মধ্যে জল্পনাকে সত্যি করেই গত বছরের মতো এবছরেও রাজ ঘরণী ফিরছেন জি বাংলার জনপ্রিয় নন ফিকশন নাচের রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) বিচারকের (Judge) আসনে।

কানাঘুঁষো শোনা গিয়েছিল আগেই। আর এদিন জল্পনায় সিলমোহর দিয়েই এল ডান্স বাংলা ডান্সের আরও একটি নতুন প্রোমো (New Promo)। সেখানেই হালকা আকাশি গাউনে একেবারে খোশ মেজাজে ধরা দিলেন টলি কুইন অর্থাৎ এই শোয়ের  অন্যতম বিচারক শুভশ্রী গাঙ্গুলি। তাঁর সাথেই এদিন দেখা গেল এই শোয়ের খুদে এক্সপ্রেশন কুইন দীপান্বিতা।

   

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,বিচারক,Judge,নতুন প্রোমো,New Promo,সম্প্রচারের সময়,Telecast Time

সেইসাথে এদিন জানা গেল ডান্স বাংলা ডান্সের  সম্প্রচারের দিনক্ষণ। এদিন নতুন প্রোমো দিয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে চলতি মাসেই আগামী ১১ ফ্রেব্রুয়ারি থেকে প্রতি শনি রবি সন্ধ্যা সাড়ে ন’টা থেকে সম্প্রচারিত হবে ডান্স বাংলা ডান্সের এই নতুন সিজন।

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,বিচারক,Judge,নতুন প্রোমো,New Promo,সম্প্রচারের সময়,Telecast Time

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই অনুষ্ঠানে মহাগুরুর সিংহাসনে  ফিরছেন বলিউডের ডিসকো কিং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেই  ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে  গিয়েছিল  সোশ্যাল মিডিয়ায়। সেই থেকেই বুড়ো হাড়ে মিঠুনের ভেলকি দেখার অপেক্ষায় এখন গোটা বাংলা।

প্রসঙ্গত শুভশ্রী ছাড়াও এবছর এই অনুষ্ঠানে বিচারকের আসনে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy) কে। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বেশ সুখ্যাতি রয়েছে হিন্দি সিরিয়ালের কৃষ্ণা তুলসীর। তাই মৌনির নাচের দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এছাড়াও জানা যাচ্ছে গত সিজনের মতো চলতি সিজনেও নিজের অনবদ্য সঞ্চালনা দিয়ে ডান্স বাংলা ডান্সার মঞ্চ মাতিয়ে রাখতে দেখা যাবে টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)।

site