টলিউডের (Tollywood) খুদে সেলেব্রিটিদের মধ্যে অন্যতম হল যুবান (Yuban)। পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এর ছেলে ছোট্ট যুবান কোনো সেলেব্রিটির থেকে কম নয়। একেবারে শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় ছোট্ট যুবান। তা সে ক্যাজুয়াল লুক হোক আর সাজুগুজু করে স্টাইলিশ লুক। ছোট্ট হলে কি হবে এই বয়সেই দারুন ফ্যান ফলোয়িং হয়েছে যুবান (Yuban) এর।
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) মাঝে মধ্যেই তার সোশ্যাল মিডিয়াতে যুবান এর ছবি শেয়ার করেন। আর শেয়ার করা মাত্রই নিমেষে ভাইরাল হয়ে পড়ে ছবি। দুগ্গাপুজো থেকে শুরু করে প্রতিটা উৎসবের মরসুমই বেশ আনন্দের সাথে পালন করেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। ক্রিসমাসেও তার অন্যথা হয়নি। এদিন করোনা আবহেই হয়েছে ক্রিসমাসের উৎসব। আর ক্রিসমাস উপলক্ষে একেবারে সুটেড বুটেড হয়ে দেখা মিলেছে ছোট্ট যুবানের।
সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) তার সোশ্যাল মিডিয়াতে ছোট্ট যুবানের ছবি শেয়ার করেছেন। ছবিতে সাদা রঙের ফুল হাত জামা আর নীল রঙের ড্রেস পরে হাজির হয়েছে রাজ পুত্র যুবান। কি সুন্দর গোল্লা গোল্লা চোখে ক্যামেরার দিকে তাকিয়ে তুলেছে ছবি। ছবিটি শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়ে পড়েছে।
কিছুক্ষন আগে রাজ চক্রবর্তী ছোট্ট যুবানের কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে ক্রিসমাস গিফট হিসাবে দেখা যাচ্ছে ছোট্ট রাজপুত্রকে।
শেষে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) কোলে ছোট্ট সান্তা রূপে দেখা যাচ্ছে যুবানকে। সাথে মা বাবা দুজনেই রয়েছেন সান্তার বেশে।
অবশ্য, একটি মাত্র নয় ক্রিসমাসে আরো অনেক ছবি শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। তাদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে রাজ ঘরানা। বরফের পুতুল থেকে শুরু করে ক্রিসমাস ট্রি সবই এসেছে বড়দিনে।
অভিনেত্রী শুভশ্রীকেও দেখা গিয়েছেন সান্তা ক্লোজের সাথে। ছবিতে নীল রঙের জিন্স আর পিঙ্ক কালারের টপে দেখা গিয়েছে অভিনেত্রীকে।