• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্যুটেড বুটেড হয়ে রেডি খুদে! ক্রিসমাসে লুকে রাজ-পুত্র যুবানের ছবি তুমুল ভাইরাল নেটপাড়ায়

টলিউডের (Tollywood) খুদে সেলেব্রিটিদের মধ্যে অন্যতম হল যুবান (Yuban)। পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এর ছেলে ছোট্ট যুবান কোনো সেলেব্রিটির থেকে কম নয়। একেবারে শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় ছোট্ট যুবান। তা সে ক্যাজুয়াল লুক হোক আর সাজুগুজু করে স্টাইলিশ লুক। ছোট্ট হলে কি হবে এই বয়সেই দারুন ফ্যান ফলোয়িং হয়েছে যুবান (Yuban) এর।

শুভশ্রী গাঙ্গুলী যুবান subhashree ganguly yuban

   

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) মাঝে মধ্যেই তার সোশ্যাল মিডিয়াতে যুবান এর ছবি শেয়ার করেন। আর শেয়ার করা মাত্রই নিমেষে ভাইরাল হয়ে পড়ে ছবি। দুগ্গাপুজো থেকে শুরু করে প্রতিটা উৎসবের মরসুমই বেশ আনন্দের সাথে পালন করেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। ক্রিসমাসেও তার অন্যথা হয়নি। এদিন করোনা আবহেই হয়েছে ক্রিসমাসের উৎসব। আর ক্রিসমাস উপলক্ষে একেবারে সুটেড বুটেড হয়ে দেখা মিলেছে ছোট্ট যুবানের।

subhashree ganguly raj chakraborty yuban শুভশ্রী গাঙ্গুলী রাজ্ চক্রবতী যুবান

সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) তার সোশ্যাল মিডিয়াতে ছোট্ট যুবানের ছবি শেয়ার করেছেন। ছবিতে সাদা রঙের ফুল হাত জামা আর নীল রঙের ড্রেস পরে হাজির হয়েছে রাজ পুত্র যুবান। কি সুন্দর গোল্লা গোল্লা চোখে ক্যামেরার দিকে তাকিয়ে তুলেছে ছবি। ছবিটি শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়ে পড়েছে।

subhashree ganguly raj chakraborty yuban শুভশ্রী গাঙ্গুলী রাজ্ চক্রবতী যুবান

কিছুক্ষন আগে রাজ চক্রবর্তী ছোট্ট যুবানের কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে ক্রিসমাস গিফট হিসাবে দেখা যাচ্ছে ছোট্ট রাজপুত্রকে।

subhashree ganguly raj chakraborty yuban শুভশ্রী গাঙ্গুলী রাজ্ চক্রবতী যুবান

শেষে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) কোলে ছোট্ট সান্তা রূপে দেখা যাচ্ছে যুবানকে। সাথে মা বাবা দুজনেই রয়েছেন সান্তার বেশে।

ক্রিসমাস

 

অবশ্য, একটি মাত্র নয় ক্রিসমাসে আরো অনেক ছবি শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। তাদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে  রাজ ঘরানা। বরফের পুতুল থেকে শুরু করে ক্রিসমাস ট্রি সবই এসেছে বড়দিনে।

suvashree ganguly in christmas শুভশ্রী গাঙ্গুলী

অভিনেত্রী শুভশ্রীকেও দেখা গিয়েছেন সান্তা ক্লোজের সাথে। ছবিতে নীল রঙের জিন্স আর পিঙ্ক কালারের টপে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

site