• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিন্দুকের মুখে ঝামা! শীত পড়তেই ফ্যাট ঝরিয়ে স্লিম ফিগারে হাজির ‘হট মাম্মা’ শুভশ্রী

Published on:

Subhashree,Viral Photo,Photoshoot,শুভশ্রী,শুভশ্রী ফটোশুট,ইউভানের মা শুভশ্রী,টলিউড,Tollywood,Tollywood Actress Subhashree

টলিউড অভিনেত্রী তথা রাজঘরিনী শুভশ্রী (Subhashree)। গতবছর মা হবার পর থেকে মাঝে মধ্যেই খবরে দেখা যায় অভিনেত্রীকে। কখনো ছেলে ইউভানের (Yuvaan) জন্য তো কখনো মা হবার পর স্বাস্থ্য ভারী হয়ে যাওয়ার জন্য। একাধিকবার সোশ্যাল মিডিয়াতে দিন দিন বাড়তে থাকা ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে এবার আর নয়, আবারো পুরোনো গ্ল্যামারাস লুকে ফিরছেন অভিনেত্রী।

বাংলা ছবি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী। একসময় দেব থেকে জিৎ সবার সাথে দুর্দান্ত সমস্ত ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী দর্শকদের। খোকাবাবু, রোমিও, বস ছবির সময়ে অভিনেত্রীকে দেখলেই ফিদা হয় যেত পুরুষ ভক্তরা। এরপর পরিণীতা ছবিতেও দুর্দান্ত অভিনয় দিয়ে মন জয় করেছিলেন অভিনেত্রী। এবার আবারও ব্যাক টু ফর্মে ফিরতে চলেছেন তিনি।

cropped-Subhashree-2.jpg

মা হওয়ার পর স্বাভাবিক কারণেই স্বাস্থ্য ভারী হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটা অভিনেত্রীকে ‘মোটা’ বলে কটাক্ষ করেছিলেন। এদিকে ডান্স বাংলা ডান্সে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। সেখানেও আপত্তি, জিৎ বা গোবিন্দা বা অঙ্কুশের সাথে মঞ্চে নাচের পারফর্মেন্স দিতেই বহুবার নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে শুভশ্রীকে। তবে এবার নিন্দুকদের মুখে রীতিমত ঝামা ঘষে দিলেন অভিনেত্রী।

Subhashree,Viral Photo,Photoshoot,শুভশ্রী,শুভশ্রী ফটোশুট,ইউভানের মা শুভশ্রী,টলিউড,Tollywood,Tollywood Actress Subhashree

বঙ্গে ধীরে ধীরে শীতের প্রবেশ হয়ে গিয়েছে, আর উষ্ণতাও কমেছে অনেকটাই। তবে এবার অতিরিক্ত মেদ ঝরিয়ে শীতের শুরুতেই একেবারে বোল্ড ফিগারে হাজির হলেই শুভশ্রী। লাস্যময়ী অবতারে ইউভানের ‘হট মাম্মা’ রীতিমত উষ্ণতা বাড়িয়ে তুলেছেন ভক্তদের হৃদয়ে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে জ্যাকেট দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে শুভশ্রীকে।

লাস্যময়ী ছবিতে নেই কোনো ফ্যাটের চিহ্ন, বরং ছবি দেখলে চোখ আটকাতে বাধ্য হবে যে কেউ। ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে লাইকের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই। অবশ্য শুধু ছবিই নয়, সাথে ফটোশুটের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। তাতেও মুহূর্তের মধ্যেই হাজারো লাইক পরে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥