বিচ্ছেদের এত বছর পরেও টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত প্রাক্তন জুটি (Ex Couple) যদি কেউ থেকে থাকেন তাহলে তাঁরা হলেন দেব (Dev) এবং শুভশ্রী (Subhashree)। একটা সময় ইন্ডাস্ট্রিতে দেব-শুভশ্রর প্রেম ছিল পেজথ্রির পাতায় অন্যতম হট টপিক। যদিও আজ পর্যন্ত কোনোদিনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেনি এই প্রাক্তন জুটি।
কেরিয়ারের শুরু থেকেই একে অপরের সাথে জুটি বেঁধে তারা উপহার দিয়েছেন সুপারহিট সব সিনেমা। তবে বিচ্ছেদের এত বছর পরেও কিন্তু দেব কিংবা শুভশ্রী কেউই একে অপরকে নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গত এই মুহূর্তে তারা দুজনেই এগিয়ে গিয়েছেন নিজের জীবনে। চুটিয়ে সিনেমা করার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এগিয়ে গিয়েছেন দুজনেই।
একদিকে টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিয়ে করে হেসে খেলে জীবন কাটাচ্ছেন শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তী এবং একমাত্র ছেলে ইউভানকে নিয়ে এখন সুখী গৃহকোণ অভিনেত্রীর। অন্যদিকে দেবও এগিয়ে গিয়েছেন তার ব্যক্তিগত জীবনে। অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সাথে তার সম্পর্কের কথা এখন ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। তবে এখন সংবাদ মাধ্যম থেকে যেকোনো অনুষ্ঠান সুযোগ পেলেই দেবের দিকে ধেয়ে আসে একটাই প্রশ্ন।
কবে বিয়ে (Marriage) করছেন? জানা গিয়েছে কয়েক বছর আগে একবার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত টক শো অপুর সংসারে এসে প্রাক্তন প্রেমিক দেব কে এই একই প্রশ্ন করেছিলেন শুভশ্রীও। আসলে এই শো চলাকালীন শুভশ্রীর কাছে জানতে চাওয়া হয় টলিউডের জিৎ,দেব এবং রাজ চক্রবর্তীকে তিনি কি প্রশ্ন করতে চাইবেন তিনি?
উত্তরে শুভশ্রী জানান জিৎ-এর কাছে তিনি জানতে চাইবেন কি করে তিনি এত বিতর্কমুক্ত থাকেন ? তাকে নিয়ে কোন গসিপ নেই কেন? আর রাজ যিনি এখন শুভশ্রীর বর্তমান স্বামী তার কাছে শুভশ্রী প্রশ্ন ছিল চ্যালেঞ্জের আট বছর পর আবার কেন তার সঙ্গে কাজ করতে চাইছেন? আর দেবের কাছে পরপর তিনটি প্রশ্ন ছুঁড়ে দিয়ে শুভশ্রী জানতে চেয়েছিলেন বয়স কত হলো? বিয়ে কবে করছো? আর ধুমকেতু কবে মুক্তি পাবে?
তবে সেই সাথে ঐদিন শুভশ্রীর মুখে শোনা গিয়েছিল দেবের ঢালাও প্রশংসা। দেব যে ভীষণ পরিশ্রম করেন সেই বিষয়টাই তাকে নাকি খুবই আকর্ষণ করতো। অন্যদিকে বর্তমান স্বামী রাজের উদ্দেশ্যে শুভশ্রী বলেছিলেন ‘ভেরি হট’। এছাড়া তিনি জানিয়েছিলেন তিনি রাজের থেকে তার পদবী টা কেড়ে। নিতে চান তবে তখন তিনি ভবিষ্যৎ পরিকল্পনা বলেছিলেন কিনা তা অবশ্য জানা নেই।