• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেক্সী মাম্মার সাথে পুল পার্টিতে যুবান, পুচকে সোনাকে স্নান করিয়ে দিলেন মা শুভশ্রী

বঙ্গে মাঝে কিছুদিন বর্ষা নামলেও ফের ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আর গরম বাড়লেই মনে পড়ে সুইমিং পুলের কথা। গরম থেকে বাঁচতে সুইমিং পুলের জলে খানিকটা সময় কাটাতে সবারই বেশ ভালো লাগে। টলিউডের খুদে সেলেব্রিটি যুবানও (Yuvaan) কিন্তু এর ব্যতিক্রম নয়। গত রবিবার মা শুভশ্রীর (subhashree) সাথে বাড়িতেই ছোট্ট সুইমিং পুলে (swiming pool) স্নান করতে নেবেছে ছোট্ট যুবান।

তবে শুধু শুভশ্রী আর যুবান নয় এদিন সাথে ছিল আরো কিছু বাচ্চা আর রাজ চক্রবর্তী নিজেও। আর সুইমিং পুল বলতে হাওয়া  দিয়ে ফুলিয়ে তৈরী করা বাচ্চাদের সুইমিং পুলের কথা বলা হয়েছে। সেই পুলে আরো কিছু বাচ্চাদের সাথে দারুন মজা করে স্নান করেছে যুবান। এমনিতেই খেলতে দারুন ভালোবাসে যুবান আর জলে খেলা করতে পেয়ে তার আনন্দ দেখবার মত।

   

Subhashree Yuvaan in swiming Pool শুভশ্রী যুবান

তবে ছেলেকে কিন্তু নিজের কোলেই বসিয়ে স্নান করিয়ে দিয়েছেন শুভশ্রী। শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যুবানের সাথে সুইমিং পুলে কাটানো মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন। সেই স্টোরি দিয়ে ভিডিও তৈরী করে শেয়ার করা হয়েছে অভিনেত্রীর ফ্যান ক্লাবের তরফ থেকে। শেয়ার হবার পর ভিডিওটি ইতিমধ্যে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

আসলে জন্মের পর থেকেই যুবান রীতিমত টলিউডের খুদে সেলেব্রিটিতে পরিণত হয়েছে। মা শুভশ্রী ও বাবা রাজ চক্রবর্তীর সাথে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে হাজির হয়ে পড়ে ছোট্ট যুবান। আর তাকে দেখার জন্য রীতিমত মুকিয়ে থাকেন অজস্র অনুরাগীরা। তাই যুবানের ছবি হোক বা ভিডিও শেয়ার হওয়া মাত্রই নিমেষে ভাইরাল।

কিছুদিন আগেই বাবার সাথে যুবনের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। একবার বাবার নিজের টাকায় কেনা প্রথম বাইকে তো একবার বাবার সাথে  চার চাকায় বসে। চার চাকার ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং হাতে নিয়ে গাড়ি চালাতে এখন থেকেই বেশ ইন্টারেস্ট জেগেছে যুবানের মনে। এবার শুধু বড় হবার অপেক্ষা।

site