• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুভ নববর্ষ উপলক্ষে ভাইরাল দুর্নিবার সহ একগুচ্ছ সংগীতশিল্পীদের গলায় ‘এসো বৈশাখ এসো’

Published on:

শুভ নববর্ষ,পয়লা বৈশাখ,এসো হে বৈশাখ,দুর্নিবার,Durnibar

আজ পয়লা বৈশাখ (Poila Boisakh)। বাঙালির বর্ষবরণের উৎসব এই পয়লা বৈশাখ। একটা সময় ছিল যখন নববর্ষ মানেই নতুন নতুন বাংলা গানের অ্যালবাম বের হত। সত্যি বলতে কি আজও বের হয় অ্যালবাম, তবে সেই আগের মত উচ্ছাস চোখে পরে না বাঙালিদের মধ্যে। তবে সে যাই হোক না কেন, প্রতিবছরের মত এবছরেও নতুন বছরের শুভেচ্ছা সকল পাঠকদের জন্য। আর এবার নববর্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছে আশা অডিও।

নতুন এই গানের নাম ‘এসো বৈশাখ এসো’। দুর্নিবার, মেখলা, ঈশিতার মত একাধিক সংগীতশিল্পী মাইল নতুন এই বৈশাখের গান তৈরী করেছেন। আর নববর্ষের প্রথম দিনেই  গানটি মনে ধরেছে বাঙালিদের। ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি দর্শক হয়ে গিয়েছে গানটিতে।

প্রসঙ্গত, প্রতি বছরই নবর্ষের আগে একটি বৈশাখের আগমনের গান তৈরী করে তা সকলের সামনে আনেন শিল্পীরা। বিগত ২০১৯ সালেও একটি বৈশাখের গান তৈরী করা হয়েছিল। এবছরের ‘এসো বৈশাখ এসো’ গানটির সাথে সাথে সেই গানটিও ফের একবার ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। গানটির নাম ‘অচেনা বৈশাখ’। গানটিতে ইমন চক্রবর্তী, দুর্নিবার, লগ্নজিতা সহ একাধিক গায়ক গায়িকাদের দেখা গিয়েছিল।

https://youtu.be/1vcjszv0G9M

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥