• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাওয়ার বিপরীতে ওড়ে ধ্বজ, রথযাত্রায় শুভদিনে রইল পুরীর জগন্নাথ মন্দিরের ৫ অজানা রহস্য

Updated on:

Subh Rathyatra 2023 Puri Jagannath Mandir 5 Mistry

কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের একটি হল রথযাত্রা উৎসব (Rath Yatra Festival)। মূলত ওড়িশা  আর পশ্চিমবঙ্গে বেশ জৌলুসপূর্ণভাবেই পালিত হয় এই উৎসব। আর রথযাত্রা মানেই সবার আগে মাথায় আসে পুরী। নীল সমুদ্র আর পুরীর গজার স্বাদ যেন মুখেই লেগে থাকে। জীবনে একবার অন্ততপক্ষে প্রায় সকলেই পুরি ঘুরতে গিয়েছেন। আর পুরী গিয়ে দর্শন করেছেন জগন্নাথের।

আজ অর্থাৎ ১২ই জুলাই হল রথযাত্রার সেই শুভ দিন। প্রতিবছর এই দিনে জায়গায় জায়গায় রথ টানা হয়। কিন্তু গতবছর থেকে এবছর পর্যন্ত করোনা মহামারীর কারণে লকডাউন থেকে শুরু করে আংশিক লকডাউনে ঘরবন্দি হয়ে পড়েছে সকলে। তবে বিশেষ এই দিনটির গুরুত্ব কিন্তু লকডাউনেও কমেনি বিন্দুমাত্র। আজ রথযাত্রার এই বিশেষ দিনেই পুরীর মন্দিরের কিছু ওয়াজান  রহস্যের কথা ভাগ করে নেব।

Puri Jagannath Temple পুরী জগন্নাথের মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা

পুরীর মন্দিরের চূড়ায়  রয়েছে। সাধারণত হাওয়া যেদিকে বয় সেদিকেই পতাকা ওড়ার কথা। কিন্তু পুরীর মন্দিরের ওপরে থাকা পতাকাটি হওয়ার বিপরীত দিকে উড়তে থাকে। শুধু তাই নয়, পুরীর মন্দিরের যে সুদর্শন চক্রটি রয়েছে সেটিকে আপনি যেকোনো জায়গা থেকেই দেখলেও মনে হবে যেন আপনার দিকেই রয়েছে সেটির অভিমুখ।

Puri Jagannath Temple পুরী জগন্নাথের মন্দির

পুরীতে পতাকার হওয়ার উল্টোদিকে ওড়ার কারণের সাথেই জুড়ে রয়েছে আরো একটি অব্দুত ঘটনা। সেটি হল দিনের বেলায় সমুদ্রতট থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে যেটা একেবারেই উল্টোটা হওয়া উচিত। একইভাবে সন্ধের দিকে আবার সমুদ্র থেকে সমুদ্র তটের দিকে হাওয়া বয়। কিন্তু এই দুটিই একেবারে উল্টো হওয়া উচিত।

Puri Jagannath Temple পুরী জগন্নাথের মন্দির

পুরীর মন্দিরের ওপর কোনো পাখি থেকে শুরু করে বিমান উড়তে বা চলাচল করতে পারে না। সেই কারণেই হয়তো কেউ পুরীর মন্দিরে পাখি বসে থাকতে দেখতে পাননি। তাছাড়া ছায়া মন্দিরের সবচাইতে বড় প্রাসাদের ছায়া পরে না। দিনের কোনো সময়েই এই প্রাসাদের ছায়া দেখতে পাওয়া যায় না।

Puri Jagannath Temple পুরী জগন্নাথের মন্দির

অবাক করে দেবার মত বিষয় হল। পুরীর মন্দিরে প্রতিদিন একই পরিমাণ রান্না করা হয়। কারণ প্রতিদিন হাজার থেকে শুরু করে লক্ষাধিক মানুষ আসেন ভোগ প্রসাদ খেতে। কিন্তু একই পরিমাণ রান্না করলেও কোনোদিন খাবার কম পড়ে না। এমনকি খাবার পড়েও থাকে না। এটি সত্যিই এক অদ্ভুত ঘটনা।

Puri Jagannath Temple পুরী জগন্নাথের মন্দির

এছাড়াও ভোগ রান্না নিয়েও আরেকটি রহস্যজনক ঘটনা রয়েছে। জানা যায় মন্দিরের রান্নাঘরে একটির ওপর আরেকটি করে মোট সাতটি রান্নার পাত্র বসানো হয় রান্নার জন্য। কিন্তু আশ্চর্জ্জনকভাবে সবার প্রথমে রান্না হয় একেবারে ওপরে থাকা সাত নম্বর হাঁড়িতে। এরপর ধীরে ধীরে নিচের হাঁড়িগুলিতে রান্না হয়।

Puri Jagannath Temple পুরী জগন্নাথের মন্দির

অনেকের মতে, পুরীর জগন্নাথ মন্দিরের বিশেষ মাহাত্ম রয়েছে। মন্দিরেপ্রবেশের পর প্রথম সিড়িতে পা দেওয়া মাত্রই সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না। অথচ দ্বিতীয় সিঁড়ি থেকেই আবার সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন। বিশেষত সন্ধ্যের দিকেই এটি বেশি হতে দেখা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥