• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণকলির তিয়াশার সাথে বিবাহ বিচ্ছেদ! বাড়ির কাজের মেয়ের প্রেমে পড়লেন সুবান

Actor,অভিনেতা,Bengali Television,বাংলা টেলিভিশন,celebrities,তারকা,gossip,গসিপ,suban roy,সুবান রায়,কৃষ্ণকলি

‘নটবর নটআউট’ (Notobor Notout) দিয়ে শুরু, তারপর অঞ্জন দত্তের সঙ্গে ‘ম্যাডলি বাঙালি’ (Madly Bangalee) থেকে ‘দ্য বং কানেকশন’ (The Bong Connection), একসময়ে রুপোলি পর্দায় বেশ আনাগোনা ছিল অভিনেতা সুবান রায়ের (Suban Roy)। যদিও বর্তমানে তাঁর কেরিয়ারগ্রাফ বেশ ফিকেই বলা যেতে পারে! ব্যক্তিগত জীবনেও কমবেশি টানাপোড়েনের মধ্যে রয়েছে সুবান-তিয়াশার সম্পর্ক। ইন্ডাস্ট্রির কানাঘুষো অনুযায়ী, তাঁদের দাম্পত্যজীবনে ফাটল তৈরি হয়েছে। এর মাঝেই সুবানের নতুন সম্পর্ক আলোড়ন ফেলেছে টলিমহলে (Tollywood)!

যদিও সুবানের প্রেমে পড়া কিন্তু পুরোপুরিই রিল লাইফে, একদমই ‘রিয়েল’ নয় এই ঘটনা! সূত্রের খবর, জি বাংলা অরিজিনালস্-এ (Zee Bangla Originals) আসছে ‘আমি তুমি আর মালতী’ (Ami Tumi Ar Malati)। নতুন ছবিতে সুবানের চরিত্রের নাম ‘রণ’। আসলে সুবান না, রণই পড়েছে বাড়ির কাজের মেয়ের প্রেমে!

কৃষ্ণকলি Krishnakoli Tiasha Roy Suban Roy Marriage Relationship

ছবি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুবান জানান, “কাজের মেয়ের প্রেমে বহু ছেলেই ছেলেই পড়ে। আমার চরিত্রটা এখানে সেরকমই। এটা আদ্যোপান্ত ফ্যামিলি ড্রামা। আমার দিদির ভূমিকায় রয়েছেন মিমি দত্ত। আসলে দিদির বাড়ির কাজের মেয়ের সঙ্গে জামাইবাবুর সম্পর্ক নিয়ে দিদির খানিক সন্দেহ। তাই আমাকে সমস্যার সমাধানে হাজির করা হয়। আর ভাই, অর্থাৎ রণ, ধুপ করে কাজের মেয়ের প্রেমে পড়ে যায়। বেশ মিষ্টি গল্প কিন্তু!”

কৃষ্ণকলি Krishnakoli Tiasha Roy Suban Roy Marriage Relationship

রুপোলি পর্দা ছেড়ে মূলত ছোটপর্দার দিকেই ফোকাস রাখছেন সুবান। সান বাংলায় আসতে চলেছে তাঁর নয়া ধারাবাহিক ‘সুন্দরী’। ধারাবাহিকে আবার ভিলেনের চরিত্রে দেখা যাবে সুবানকে। অভিনেতা সাফ জানান, “ভিলেনের চরিত্রে অভিনয় করতে দারুণ মজা পাচ্ছি। ভিলেনের চরিত্রে সবই থাকে। ফলে শুধুই প্রেম করব বা গান গাইব, সেটা আর ভাল লাগে না। দর্শকের কাছে সুবান কিন্তু সুইট! সে যে পর্দায় এতটা নীচে নামতে পারে, সেটা দর্শকের থেকে শুনতে ভাল লাগে।” পাশাপাশি হৃতিক রোশনের ‘মিশন কাশ্মীর’ ও শাহরুখ খানের ‘ডর’ ছবির নেগেটিভ হিরোর ন্যায় চরিত্রে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুবান।

Actor,অভিনেতা,Bengali Television,বাংলা টেলিভিশন,celebrities,তারকা,gossip,গসিপ,suban roy,সুবান রায়,কৃষ্ণকলি

তিয়াশা ওরফে জি বাংলার ‘কৃষ্ণকলি’-র সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিষয়ে আগেও মুখ খুলেছেন সুবান। তখনও পর্যন্ত পাশে থাকার বার্তাই দিয়েছিলেন তিনি। যদিও বর্তমানে জীবনের নানাবিধ সমস্যার মূলে কাঁরা, সে বিষয়ে মুখে কুলুপ সুবানের। তবে ব্যক্তিগত সম্পর্ক ভাঙার ইঙ্গিত থাকলেও আদতে সুবান যে বেশ ‘রোম্যান্টিক’, তা নিজেই সাফ জানিয়েছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥