ছোট থেকে বড় সবাই আজকাল সোশ্যাল মিডিয়াতে (Social Media) বুদ হয়ে থাকেন। সারাদিনে অন্তত একবার হলেও নেটপাড়ায় উঁকি দেওয়া চাই। তারপর মাঝে দীর্ঘ লকডাউনে বাড়িতে বসে অনেকেরই তেমন কাজ না থাকায় আরও বেশি বেড়ে গিয়েছিলো নেটিজেনদের সংখ্যা। আর অনলাইন থাকার সেই অভ্যাস কিন্তু অব্যাহত রয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে দৌলতে প্রতিদিন হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পরে আমাদের।
অনলাইনে যে শুধু টাইমপাস হচ্ছে তা কিন্তু একেবারেই না। পড়াশোনা থেকে শুরু করে কাজ সবই এখন অনলাইনে চলছে। যদিও স্কুল কলেজ ধীরে ধীরে খুলতে শুরু করেছে তবে এখনও অনেক ক্ষেত্রেই অনলাইন ক্লাস (Online Class) হচ্ছে। অনলাইনে ক্লাস চলাকালীন ছাত্র ছাত্রীদের নানা ধরণের কীর্তির ভিডিও আজকাল ছেয়ে গিয়েছে নেটপাড়ায়। সম্প্রতি এমনিই এক ছাত্রের কান্ড কারখানা ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস করছে কিছু ছেলে মেয়েরা। মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে শিক্ষিকাকে। যিনি ছাত্রদের কোনো প্রশ্ন আছে কি না জিজ্ঞাসা করেছেন। আর সেই সুযোগেই নিজের মনের কথা শিক্ষিকাকে জানিয়ে দিয়েছে এক ছাত্র। শিক্ষিকা প্রশ করার কথা বলতেই প্রথমে ছেলেটি প্রশ্ন করেছে, ম্যাডাম আপনি কি বিবাহিত? যার উত্তরে শিক্ষিকা জানিয়েছেন না আমি বিবাহিত নই।
এরপরে ছেলেটি যা বললো সেটার হল্ট আশা করেননি শিক্ষিকা। ছেলেটি বসে, ‘ম্যাম আই লাভ ইউ’। এই শুনেই পাশে বসে ছেলেটির বন্ধুরা হেসে ফেলেছে। ভিডিওতে পাশ থেকে হাসির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিলো। তবে শিক্ষিকা কিন্তু প্রথমে থমকে গেলেও পরে ঠিকই জবাব দিয়েছেন। তিনি জানান আমি সমস্ত ছাত্রদেরকেই ভালোবাসি।
এখানেও শেষ হয়নি কীর্তি! এরপর ছেলেটি শিক্ষিকাকে বলে ম্যাডাম আমাকে বিয়ে করবেন? যেটা শুনে শেষমেশ তাকে মিউট করে দেবার সিদ্ধান্ত নেন শিক্ষিকা। এই কান্ডটি আরেক ফোনে রেকর্ড করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওটি ভাইরাল হবার নেটিজেনদের কিছু জন হেসে গড়াগড়ি খেলেও অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন। শিকিকার সাথে এমন ব্যবহার করার জন্য উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই। একজনের মতে, এটা আমি আমার শিক্ষিকাকে বললে পরের দিন হেডস্যারের কাছে থাকতাম বাবা মায়ের সাথে। অনেকেই আবার অনলাইনের এই শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।