• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হওয়ার পর শরীরে পড়েছে স্ট্রেচমার্ক ! সহজ পদ্ধতিতে নিরাময় করতে ব্যবহার করুন এই ৪ টোটকা

প্রত্যেক নারীর জীবনে কিছু কিছু বিশেষ মুহূর্ত আসে। আর তাঁর মধ্যে সবচেয়ে বিশেষ মুহূর্ত হল তাঁর গর্ভাবস্থার সময়। প্রত্যেক নারীই জীবনে একটিবারের জন্য হলেও এই মুহূর্তকে উপলব্ধি করতে চায়। ‘মা’ হওয়া প্রত্যেক নারীর কাছেই গর্বের বিষয়। আর ‘মা’ হতে গেলে সইতে হয় অনেক কষ্ট।

একটি নারীর সৌন্দর্যকে কিছুটা হলেও মলীন করে তাঁর মাতৃত্ব। ওজন বেড়ে যাওয়া থেকে শুরু করে গর্ভাবস্থায় নারীদের কোমরে, পেটে একধরনের সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়। যাকে স্ট্রেচমার্ক বলে। ডাক্তারি মতে গর্ভাবস্থায় নারীদের ওজন বেড়ে যাওয়ার ফলে এই দাগের সৃষ্টি হয়। তবে, নানান ক্রিম , অয়েল মাখার পর সময়ের সঙ্গে সঙ্গে এই দাগ কিছুটা হলেও মিলিয়ে গেলে পুরোপুরি কোনোদিনই যায় না।

   

তবে, আজ আপনাদের এমন কিছু ঘরোয়া টোটকার ব্যাপারে বলবো যেগুলি ব্যাবহার করলে আপনি এক নিমেষেই আপনার শরীর থেকে এই স্ট্রেচমার্ক দূর করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই টোটকা গুলি কি কি

১.নারকেল তেল (Coconut Oil)

Hair Problem Hair Growth Coconut Oil Lemon

আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি নারকেল তেল থাকে। আর এই স্ট্রেচমার্ক দূর করতে নারকেল তেলের ভূমিকা অপরিসীম। ভারজিন কোকোনাট অয়েল প্রতিদিন স্ট্রেচমার্ক এর উপর লাগলে উপকার পাওয়া যাবে। এমনকি নারকেল তেল যে, স্কিনের সব ধরণের সমস্যায় খুবই কার্যকারী তা সকলেই জানেন।

২. চিনি (Sugar)

চিনি Sugar

আমাদের প্রত্যেক রান্নার কাজে চিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিনি কারোর বাড়ি থাকবে না এমনটা হওয়ার নয়। আর তাই চিনি দিয়েই বানিয়ে ফেলুন স্ক্রাব। এক কাপ চিনির মধ্যে এক কাপের চার ভাগের একভাগ নারকেল তেল মিশিয়ে নিন। এরপর ওতে একটু পাতিলেবুর রস মিশিয়ে নিন। এরপর এটিকে দাগের জায়গায় হালকা হাতে ঘষুন। সপ্তাহে কয়েকদিন ব্যাবহার করলেই স্ট্রেচমার্ক অনেকটাই হালকা হবে।

৩. অ্যালোভেরা (Aloe Vera)

Dandruff Problem Home Remedy খুশকি সমস্যা প্রতিকার Aloevera

ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান হল অ্যালোভেরা। প্রতিদিন দাগের জায়গায় অ্যালোভেরা লাগলে দাগ হালকা হবে। তবে, মনে রাখবেন যে, বাজারের অ্যালোভেরা জেল একদমই লাগাবেন না। বাড়িতে অ্যালোভেরা গাছের পাতা থেকে যে জেল পাওয়া যায় সেটাই লাগাতে হবে।

৪. ভিটামিন এ (Vitamin A)

vitamine-a

মহিলাদের এই স্ট্রেচমার্ক দূর করতে ভিটামিন এ যুক্ত খাবার খান প্রতিদিন। এছাড়া ভিটামিন এ র নির্যাস দাগের উপর লাগান। এরফলে স্ট্রেচমার্ক অনেকটাই হালকা হবে। এছাড়া ভিটামিন এ যুক্ত খাবার যেমন দুধ, ডিম, গাজর, মাছের তেল এগুলি খেলেও স্ট্রেচমার্ক দূর হয়।