• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে সাপের মত দেখতে অদ্ভুত এই প্রাণীটিকে! সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল ভিডিও

Published on:

কত শত ভিডিওই তো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলেরই ভিডিও আজ কাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পরে। কিন্তু এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখে আপনিও অবাক বনে যাবেন। আসলে পৃথিবীতে বহু ধরণের জীব বসবাস করে। তাদের মধ্যে খুব কম সংখ্যক প্রাণীদেরকেই হয়তো আমরা চিনি। এমন অনেক প্রাণী আছে যাদের আমরা দেখিনি বা হয়তো কল্পনাও করতে পারিনা।

এই যেমন ধরুন, এই ভিডিওতে এমন একটি অদ্ভুত প্রাণীকে দেখা যাচ্ছে। প্রথম দেখায় হয়তো আপনি বলতেই পারেন এটি হয়তো কোনো প্রকারের সাপ। কিন্তু আসলে তা নয়, হুবহু সাপের মত দেখতে হলেও প্রাণীটি সাপ নয়। সাপের মত লম্বা হলেও প্রাণীটির মাথাটি দেখতে অনেকটা হাতুড়ির মত। তবে কি হামার হেড সার্ক মাছের মত হামার হেড সাপ। আজ্ঞে না! এটি আসলে একটি পরজীবী।

হ্যাঁ! ঠিকই পড়েছেন অদ্ভুত দেখতে এই প্রাণীটি আসলে একটি পরজীবী। প্রাণীটির নাম তার হাতুড়ির মত মাথা দিয়ে রাখা হয়েছে,’হামার হেড ওয়ার্ম’। আরো ভালো ভাবে বলতে গেলে এটি  একটি কৃমি। অদ্ভুত এই কৃমিটির অদ্ভুত বৈশিষ্টও রয়েছে।, যেমন সহজে মরে না এই কৃমি। দেহের ছোট একটি অংশ থেকে আবার পুনরায় জন্ম নিতে পারে এই কৃমিটি।

ভার্জিনিয়া ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল নামের একটি সংস্থা তাদের ফেইসবুক পেজে এই প্রাণীটির ভিডিও শেয়ার করেছে। শেয়ার করার পর ধীরে ধীরে দর্শক সংখ্যা বাড়তে থাকলে একসময় ভাইরাল হয়ে পরে ভিডিওটি। আসলে সাপের মত এঁকেবেঁকে চলার কারণে অনেকেই প্রাণীটিকে সাপ ভেবে ভুল করছেন। ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিওটিতে দর্শকের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার লক্ষ্যেরও অধিক। সাথে প্রচুর নেটিজেন মন্তব্য করেছেন প্রাণীটিকে নিয়ে।

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥