• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আরিয়ান থেকে সারা, বলিউডের ৫ স্টারকিড যারা সবসময় ইন্টারনেটে দাপিয়ে বেড়ায়

Published on:

Starkids who are very popular on social media

বলিউড তারকাদের মতোই তাঁদের সন্তানরাও প্রচুর জনপ্রিয়। প্রিয় তারকাদের পাশাপাশি তাঁদের সন্তানদের বিষয়ে জানতেও প্রবল আগ্রহী থাকেন অনুরাগীরা। তবে বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে এমন বহু তারকা সন্তান রয়েছে, যাঁদের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে অনেক সময় সেই স্টারকিডরা তাঁদের মা-বাবাকেও টেক্কা দেন। আজ এমনই ৫ তারকা সন্তানের (Starkid) ব্যাপারে একটু জেনে নেওয়া যাক, যারা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড জনপ্রিয়।

আরিয়ান খান (Aryan Khan)

Aryan Khan

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের পুত্র তিনি। তাই স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের জনপ্রিয়তা প্রবল। এমনকি মাদক কাণ্ডে নাম জড়ানোর পরেও তাঁর সেই জনপ্রিয়তায় একটুও আঁচ পড়েনি। সামাজিক মাধ্যমে আরিয়ানের শেয়ার প্রত্যেকটি ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

অনন্যা পাণ্ডে (Ananya Panday)

Ananya Panday

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’  ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচণ্ড জনপ্রিয়। ইনস্টাগ্রামে অনন্যার ফলোয়ারের সংখ্যা কয়েক কোটি। তাঁর পোশাক থেকে শুরু করে সাজ- সব কিছুই অনুরাগীদের প্রচণ্ড পছন্দের।

সারা আলি খান (Sara Ali Khan)

Sara Ali Khan

সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন সইফ আলি খানের কন্যা। মিশুকে, বাবলি ধরণের নবাব কন্যা সারাও সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়। তাঁর ‘সারা কি শায়েরি’ অনুরাগীদের বেশ পছন্দের।

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)

Janhvi Kapoor

বলিউড সুপারস্টার শ্রীদেবী এবং বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবীর বড় পর্দায় ডেবিউ হয়েছে বেশ অনেক বছর হয়ে গিয়েছে। ‘ধড়ক’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। বলিউডের অন্যতম প্রতিভাবান তারকা সন্তানদের মধ্যে একজন জাহ্নবী। সোশ্যাল মিডিয়াতেও শ্রীদেবী কন্যার প্রচুর অনুরাগী রয়েছে। সংখ্যাটি কয়েক কোটি।

যশবর্ধন আহুজা (Yashvardan Ahuja)

Yashvardan Ahuja

বলিউড সুপারস্টার গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজারও সোশ্যাল মিডিয়ায় প্রচুর অনুরাগী রয়েছে। তারমিশ্তি লুকসে মন গলেছে বহু মেয়ের। শোনা যায়, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। যশবর্ধনের বিভিন্ন ছবি মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। তবে জানিয়ে রাখা প্রয়োজন, গোবিন্দার ছেলে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ‘ঢিশুম’, ‘কিক’ এবং ‘তড়প’এর মতো বড় ছবিতে কাজ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥