দিনে দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে বেড়ে চলেছে স্টার কিডদের সংখ্যা। আর এই মুহুর্তে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় স্টার কিড হয়ে উঠেছে টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) একমাত্র ছেলে কেশব। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’এ অভিনয়ের সূত্রেই একে অপরের প্রেমে পড়েছিলেন এই জুটি।
সেই সিরিয়াল শেষ হয়ে গেলেও আজ এই জুটি দর্শক মহলে ওম তোড়া নামেই পরিচিত। একরত্তি ছেলে কশবকে (Keshav) নিয়ে এখন তাদের সুখের সংসার। বিয়ের ৫ বছরের মাথায় চলতি বছরেই তাঁদের কোল আলো করে এসেছে তাঁদের সোনার টুকরো ছেলে কেশব। এখন মধুবনীর ছেলে অন্ত প্রাণ। ছোট্ট একরত্তি কে ঘিরেই এখন অভিনেত্রীর দুনিয়া।তাই আপাতত অভিনয়েও ফিরছেন না তিনি।
রাজা এবং মধুবনী দুজনেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন। তবে প্রথম দিকে কেশবের তেমন কোনো ছবি শেয়ার করতেন না তারা। ছেলের যে ছবিই শেয়ার করতেন তাতেই মুখ আড়াল করা থাকতো কেশবের। এপ্রসঙ্গে বিবৃতি দিয়ে অভিনেত্রী বলেছিলেন ‘আমরা এখন আমাদের ছেলের মুখ দেখাতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যে তারকারা দেয়, সেটা তাঁদের ব্যপার, ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদেরও যদিও কোনও দিন মনে হয়, আমরা নিশ্চই দেব।’
তবে এখন অবশ্য ছেলের সাথে মাঝে মধ্যেই ছবি শেয়ার করে থাকেন মধুবনী। তার ইন্সটাগ্রাম প্রোফাইলে উঁকি দিলেই দেখা যাবে কেশবের নানান মুডের ছবি। এখন আবার ছেলেকে নিয়ে ইউটিউবে নিত্য নতুন ভিডিও বানাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ছেলের অন্নপ্রাশনের ভিডিও বানিয়ে নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে ছিলেন অভিনেত্রী।
আর আজ ইনস্টাগ্রামে কেশবের আরও একটি ছবি শেয়ার করে মধুবনী জানিয়েছেন আজ সকালেই ইউটিউবে কেশবের একটি নতুন ব্লগ আপলোড করা হয়েছে। সেই ভিডিও দেখা যাবে রাজা মধুবনীর ইউটিউব চ্যানেলে। এছাড়া অভিনেত্রী জানিয়েছেন ৭ মাসে পড়েছে কেশব। আজ ৭ মাসের কেশবের মুখে প্রথমবার বাবা ডাক শোনা গেছে। সেই মুহুর্ত ক্যামেরা বন্দী করে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী।