সপ্তাহজুড়ে এখন বাংলার সমস্ত বিনোদনমূলক চ্যানেলেই চলতে থাকে সিরিয়ালের দাপট। তাই বলে কিন্তু প্রতিদিনই সিরিয়াল দেখতে ভালো লাগে না কারও! তাই দর্শকদের এই একঘেয়েমি কাটাতেই এখন দিনে দিনে সিরিয়ালের পাশাপাশি বাড়ছে বাংলা রিয়েলিটি শো গুলির জনপ্রিয়তা। প্রসঙ্গত খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় শেষ হতে চলেছে নতুন রিয়ালিটি শো ইসমার্ট জোড়ি (Ismart Jodi)।
কিন্তু তাতে কি, দর্শকদের মন ভালো করতে এখনকার দিনে তো আর রিয়ালিটি শোয়ের অভাব নেই! তাই বিনোদন জগতে নিত্যনতুন শোয়ের দৌলতে কোনো স্লট টাইমই ফাঁকা যায় না। এই কারণেই ইসমার্ট জরি শেষ হতেই স্টার জলসার পর্দায় নতুন করে জায়গা নিতে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Season 3)।পরপর দু-দুটো সিজন রমরমিয়ে চলার পর আস্তে চলেছে এই নাচের রিয়ালিটি শোয়ের তৃতীয় সিজন।
কদিন ধরেই চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ্যে এসেছে এই নাচের রিয়্যালিটি শো-র প্রতিযোগীদের অডিশানের ভিডিও । সেখানেই কমেন্ট সেকশনে দেখা মিলেছে দর্শকদের ব্যাপক উচ্ছাস। প্রসঙ্গত এবার প্রকাশ্যে এল শোয়ের প্রথম টিজার। চ্যানেল কর্তৃপক্ষ বলছে এটিই হতে চলেছে বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়্যালিটি শো।
তবে এবছর দর্শকদের নতুন চমক দিতে এবার হাজির থাকতে চলেছেন তিনজন মেন্টর। তারা হলেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের খুকুমনি (Khukumoni) অর্থাৎ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত, ‘খড়কুটো’ সিরিয়ালের গুনগুন (Gungun)অভিনেত্রী তৃনা সাহা এবং ‘গঙ্গারাম’(Gangaram) সিরিয়ালের গঙ্গারাম অভিনেতা অভিষেক। বিষয়টি এই তিন তারকাদের মধ্যেও ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।
প্রসঙ্গত অন্যান্য বারের তুলনায় এবারের শো সত্যিই একেবারে আলাদা হতে চলেছে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের নতুন চমক দিতে এবার হাজির থাকছেন তিনজন মেন্টর। তারা হলেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের খুকুমনি অর্থাৎ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত, ‘খড়কুটো’ সিরিয়ালের গুনগুন অভিনেত্রী তৃনা সাহা এবং ‘গঙ্গারাম’ সিরিয়ালের গঙ্গারাম অভিনেতা অভিষেক। যার এতেই খেপে গিয়েছে দর্শকদের একাংশ। সকলেই বলছেন সিরিয়াল ছেড়ে গুনগুন,গঙ্গারাম, খুকুমনি নাচের শোতে কি করছেন। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন বুঝলাম না খুকুমণি, গঙ্গারাম, গুনগুনের এখানে কি কাজ।