• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কারও পৌষমাস কারও সর্বনাশ! ‘বালিঝড়’ সম্প্রচারের সময় ঘোষণা হতেই শেষে মুখ এই সিরিয়াল

Updated on:

Bali Jhor Serial Timeslot revealed another Serial about to end soon

ত্রিকোণ প্রেমের কাহিনীর ‘বালিঝড়’ (Balijhor) নিয়ে ফের একবার পর্দায় ফিরছে ‘সৌগুন’ জুটি। সঙ্গে আবার রয়েছে ‘ধুলোকণা’র লালন। ডিসেম্বর মাসের শুরুতেই এই খবর জানাজানি হয়ে গিয়েছিল। সেই মাসেই প্রকাশ্যে আসে প্রোমো। এরপর থেকেই জল্পনা চলছিল, কোন স্লটে দেওয়া হবে স্টার জলসার (Star Jalsha) এই আসন্ন ধারাবাহিক? অবশেষে মিলল সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর।

এমনিতেই এখন বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে নতুন ধারাবাহিক শুরুর হিড়িক পড়েছে। একের পর এক নতুন সিরিয়াল শুরু হচ্ছে। যার ফলে পথচলা শেষ হচ্ছে পুরনো জনপ্রিয় সিরিয়ালগুলির। ‘বালিঝড়’এর প্রোমো প্রকাশ্যে আসার পর থেকে প্রমাদ গুনছিলেন দর্শকদের একাংশ। এবার সিরিয়ালের স্লট ঘোষণা হতেই দেখা গেল, একটি জনপ্রিয় মেগা স্থান নিয়েছে ‘সৌগুন’ জুটির নতুন সিরিয়াল।

Balijhor Trina Saha Kaushik Roy and Indrasish Roy

শনিবার ‘বালিঝড়’ সম্প্রচার শুরুর দিন এবং সময় ঘোষিত হয়। অনেকেই ভেবেছিলেন, এই ধারাবাহিকটি আসায় হয়তো ‘গাঁটছড়া’র সময় পরিবর্তন করা হবে কিংবা শেষ করে দেওয়া হবে। কিন্তু তেমনটা হল না। সন্ধ্যা ৭টার স্লটে নয়, বরং ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হতে চলা এই ধারাবাহিক আসছে সন্ধ্যা ৬টার স্লটে।

স্টার জলসার পর্দায় আগামী ৬ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬টার স্লটে ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini) নয়, বরং দেখা যাবে তৃণা-কৌশিকের ‘বালিঝড়’। প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘মিঠাই’। কাকতালীয়ভাবে ‘নবাব নন্দিনী’র নন্দিনী অর্থাৎ ইন্দ্রাণী রায়ের ‘বরণ’কে সরিয়ে রাত ৮টার স্লট নিয়েছিল ইন্দ্রাশিস রায়ের ‘ধুলোকণা’। তখনও প্রতিপক্ষ ছিল ‘মিঠাই’। এখন ফের একবার তেমনটাই হল।

Nabab Nandini serial

‘বালিঝড়’ সম্প্রচার শুরুর দিনক্ষণ ঘোষিত হতেই দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। তাহলে কি ‘সাহেবের চিঠি’র মতোই শেষ হয়ে যাবে ‘নবাব নন্দিনী’ও নাকি পরিবর্তন করে দেওয়া হবে ধারাবাহিকটির সময়? এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, ইন্দ্রাণী-রিজওয়ান অভিনীত ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকটি শুরু হয়েছে প্রায় ৬ মাস হতে চলল। কিন্তু তা সত্ত্বেও টিআরপি তালিকায় সেই অর্থে ছাপ ফেলতে ব্যর্থ এই সিরিয়াল। তাই টিআরপির অভাবে যদি এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥