• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবে এনগেজমেন্ট সারলেন ‘পঞ্চমী’! সুস্মিতার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়

Published on:

Star Jalsha’s Panchami serial actress Susmita Dey birthday celebration

জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এখন দর্শকমহলে ‘পঞ্চমী’ (Panchami) নামেই পরিচিত। স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। পরকীয়া-কূটকচালির ভিড়ে সুস্মিতার অতিলৌকিক কাহিনীনির্ভর ধারাবাহিক দর্শকমহলে বেশ জনপ্রিয়। শুরু থেকেই টিআরপি তালিকাতেও ভালোই পারফর্ম করে এসেছে এই সিরিয়াল। এবার সেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েই একটি বড় ‘সুখবর’ সামনে এসেছে।

২৮ জানুয়ারি অর্থাৎ গতকাল ছিল পর্দার ‘পঞ্চমী’র জন্মদিন। ধুমধাম করে উদযাপিত হয়েছে তাঁর সেই বিশেষ দিন। সুস্মিতার পরনে ছিল হালকা গোলাপি রঙের একটি লেহেঙ্গা। কানের পাশে গোঁজা ছিল ফুল। চারিদিক আলোর চাদরে মোড়া। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি, ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজে। এসবের মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে, বাগদান সেরে ফেলেছেন সুস্মিতা।

Susmita Dey birthday celebration

২৭ জানুয়ারি মধ্যরাতে সুস্মিতার জন্মদিন উদযাপন করেছিলেন তাঁর মনের মানুষ অনির্বাণ রায়। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, তাঁর সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন তাঁর প্রেমিক। আর তা দেখেই অনেকে ভাবছেন তাহলে কি জন্মদিনের দিনই এনগেজমেন্টটাও সেরে ফেললেন অভিনেত্রী?

চারিদিকে আলোর রোশনাই, এত লোকজন দেখে মনে হচ্ছিল যেন বিয়েবাড়ির আসর বসেছে। সেই সঙ্গেই নেটিজেনদের নজর কেড়েছিল ‘পঞ্চমী’র সাজও। সত্যি সত্যিই কি তাহলে এল ঢিলে দুই পাখি মারলেন সুস্মিতা? এই প্রশ্নেরই উত্তর জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন।

Susmita Dey birthday celebration

প্রশ্ন শোনামাত্রই সুস্মিতা বলে ওঠেন, ‘না না। বাগদান, এনগেজমেন্ট কিছুই হয়নি। অনির্বাণের দাদার বিয়ে ছিল। সেই আসরেই আমার জন্মদিনের উদযাপনের পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেখানেই কেক কাটা হয়। সেটা দেখেই মনে হচ্ছে বিয়েবাড়ি। আর অনির্বাণ আমায় একটা আইফোন উপহার করেছে। ব্যস, এটুকু সেলিব্রেশনই হয়েছে’।


পর্দার ‘পঞ্চমী’ তথা সুস্মিতার সঙ্গে অনির্বাণের সম্পর্ক বহুদিনের। দেখতে দেখতে একসঙ্গে প্রায় ৫ বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। মাঝে অনেক ওঠাপড়া এসেছে। মাঝে যদিও দু’জনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব যে নেহাতই মিথ্যে রটনা ছিল এই সেলিব্রেশনই তার প্রমাণ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥