বিনোদনভিডিওসিরিয়াল

কমোডে ভাসতে থাকা টিকটিকি! জলে আধা-নাগিন পঞ্চমীকে দেখে চরম খিল্লি নেটপাড়ায়

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত ভিন্ন স্বাদের একটি সিরিয়াল (Serial) হল স্টার জলসার (Star Jalsha) ‘পঞ্চমী’ (Panchami)। চিরাচরিত কূটকচালি কিংবা পরকীয়া নয়, বরং নাগ-নাগিনীদের অতিলৌকিক কাহিনী দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। স্বাভাবিকভাবেই তাই দর্শকদেরও বেশ ভালোলাগছে এই সিরিয়াল। টিআরপি তালিকাতেও সেই প্রভাব বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে।

শুরু থেকেই টিআরপি তালিকায় প্রথম পাঁচ কিংবা প্রথম দশকের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে ‘পঞ্চমী’। তবে দর্শকমহলে যতই জনপ্রিয় হোক না কেন, এই ধারাবাহিকটি কিন্তু শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলও (Troll) হচ্ছে। সম্প্রতি যেমন আধা-নাগিন হিসেবে পঞ্চমীকে জলের তলায় দেখে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি।

Panchami serial trolled

স্টার জলসায় সম্প্রচারিত এই ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, নায়িকা পঞ্চমী অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে একজন ইচ্ছাধারী নাগিন। সে নিজের ইচ্ছামতো নিজেকে নাগিনরূপে রূপান্তরিত করে ফেলতে পারে। নায়িকার নাগিন রূপ ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকরা। কিন্তু এবার আধা নাগিন হিসেবে তাঁকে দেখে শুরু হয়েছে ট্রোলিং।

সোশ্যাল মিডিয়ায় ‘পঞ্চমী’র সাম্প্রতিক পর্বের একটি দৃশ্য বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আটপৌড়ে করে শাড়ি পরে রয়েছে সে। কিন্তু তাঁর কোমরের নীচ থেকে বাকি অংশটা সাপের। এমনই অর্ধেক নাগিন বেশে জলের তলায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে সে। ‘পঞ্চমী’ ধারাবাহিকের এই দৃশ্যটি শেয়ার করে একটি মিম পেজের তরফ থেকে লেখা হয়েছে, ‘দেওয়াল থেকে কোমডে পড়ে যাওয়ার পর টিকটিকি’।

Panchami serial trolled

সেই মিম দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন পর্দার ‘পঞ্চমী’ অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে। নায়িকার সাফ জবাব, কে কী বলল তাতে তাঁর কিছু যায় আসে না। পৌরাণিক কাহিনী অবলম্বনে সিরিয়ালটি তৈরি করা হয়েছে। তাই শুরু থেকেই দর্শকদের বলা হচ্ছে, যুক্তি দিয়ে বিচার না করতে।

যদিও এই প্রথম নয়, শুরু হওয়ার পর থেকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছে ‘পঞ্চমী’। তখনও মুখ খুলেছিলেন সুস্মিতা। নায়িকা বলেছিলেন, যে যতই খারাপ কথা বলুক না কেন তাতে কিছু যায় আসে না। কারণ মানুষ চর্চা করছে মানেই তাঁরা ধারাবাহিকটা দেখছেন।

Back to top button