• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পায়েল-সব্যসাচীর অসাধারণ অভিনয়’! প্রথম পর্বেই দর্শকদের মন জিতল ‘রামপ্রসাদ’

Published on:

Star Jalsha’s new serial Ramprasad impressed the audience with the first episode

সোমবার থেকে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক (Serial) ‘রামপ্রসাদ’এর (Ramprasad)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী, পায়েল দে এবং সুস্মিলি আচার্য। বাংলা সিরিয়ালের একঘেয়ে পরকীয়া-কূটকচালির ভিড়ে একেবারে ভিন্ন স্বাদ নিয়ে এসেছে ‘রামপ্রসাদ’। আর সেই কারণেই প্রথম এপিসোডই মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের (Audience)।

গত রবিবার পথচলা শেষ হয় তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশিস রায়ের ‘বালিঝড়’এর। সন্ধ্যা ৬টার স্লটে গতকাল থেকে শুরু হয় সব্যসাচী-সুস্মিলির ‘রামপ্রসাদ’এর সম্প্রচার। ভক্তিমূলক এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে আগ্রহ বাড়তে শুরু করে দিয়েছিল। অবশেষে দীর্ঘ ৩ মাসের অপেক্ষা শেষে গতকাল থেকে শুরু হল বহুপ্রতীক্ষিত ‘রামপ্রসাদ’এর পথচলা।

Ramprasad, Ramprasad serial, Ramprasad telecast date

স্টার জলসার এই মেগা ঘিরে দর্শকদের আগ্রহের অবশ্য আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। ‘মহাপীঠ তারাপীঠ’এর ব্যাপক সাফল্যের পর ফের এই ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করলেন সব্যসাচী। পাশাপাশি প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর এটি তাঁর প্রথম কাজ। সব মিলিয়ে দর্শকদের কাছে বহু কারণে ‘রামপ্রসাদ’ বিশেষ।

সব্যসাচী-সুস্মিলি-পায়েল অভিনীত এই সিরিয়াল প্রথম দিনেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। সংসারে থেকেও রামপ্রসাদ কীভাবে মা কালীকে পাবেন, তাঁর আরাধনা করবেন- সেই কাহিনীই দর্শিত হবে এই সিরিয়ালে। শীঘ্রই আবার সিরিয়ালে আসছে রামপ্রসাদ-সর্বাণীর বিয়ের ট্র্যাক।

Ramprasad, Ramprasad serial, Ramprasad and Sarbani marriage

‘রামপ্রসাদ’ শুরু হয়েছে সবে একদিন হল। ধারাবাহিকের পথচলা এখনও অনেকটা বাকি। কিন্তু প্রথম পর্বেই দর্শকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। সম্প্রচারকারী চ্যানেলের অফিশিয়াল পেজে অনেকে এই বিষয়ে কমেন্ট করেছেন। কেউ কেউ আবার নিজের সোশ্যাল মিডিয়াতেও মতামত জাহির করেছেন।

একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘সেরা হচ্ছে ধারাবাহিকটি। সব্যসাচী এবং পায়েলের অসাধারণ অভিনয়’। আর একজনের আবার মত, ‘অনেকদিন পর এমন গল্প দেখলাম। মন ছিয়ে গেল’। প্রথমদিনেই দর্শকদের কাছ থেকে ‘রামপ্রসাদ’ যেমন ভালোবাসা পাচ্ছে তা দেখে অনুমান করাই যায়, টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নেবে এই সিরিয়াল। এবার দেখা যাক এমনটা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥