গতবছর থেকেই একের পর এক নিত্যনতুন সিরিয়ালের পশরা নিয়ে হাজির হয়েছে বিনোদন মূলক চ্যানেল গুলি। এই তালিকায় রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালের নায়িকা দীপা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম স্বস্তিকা ঘোষ। আদতে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মেয়ে স্বস্তিকা সদ্য দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
অভিনয় জগতের সাথে বিগত ২ বছর ধরে যুক্ত রয়েছেন স্বস্তিকা। অবশেষে নতুন বছরের স্টার জলসার মতো চ্যানেল থেকে বড়সড় ব্রেক পেয়ে গিয়েছেন স্বস্তিকা। ইতিপূর্বে ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিক দিয়ে আগেই অভিনয় জগতে হয়েছে তার। তাই সিরিয়ালের মুখ্য চরিত্রে প্রথম বার সুযোগ মিললেও এটাই প্রথম সিরিয়াল নয় স্বস্তিকার।
অনুরাগের ছোঁয়া সিরিয়ালে স্বস্তিকাকে গায়ের কালো রঙের জন্য অনেক অপমান সহ্য করতে হয়। বাইরের লোকজন বটেই বাড়িতে নিজের মাও কথা শোনাতে ছাড়ে না। তবে সিরিয়ালে চরিত্রের প্রয়োজনে মেক স্বস্তিকার গায়ের রঙ কালো দেখানো হলেও, বাস্তবে কিন্তু তেমনটা নয়। তবে নিজের চরিত্রের প্রতি দারুন ডেডিকেটেড নায়িকা।
এপ্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা নিজের মুখেই জানিয়েছেন “এই চরিত্রের জন্য আমার মেকআপে টোন ডাউন করা হয়েছে। কিন্তু তাতে আমার কখনও খারাপ লাগেনি বা কিছু মনে হয়নি। বরং চরিত্রের জন্য এ ভাবে প্রস্তুতি নিতে বেশ ভাল লেগেছে। নতুন ধরনের কিছু করার সাহস পেয়েছি মনে মনে। এই চরিত্রটার জন্য খাটতেও হয়েছে। তিন দিনে স্কুটি চালানো শিখেছি আমি।’’
জানা যায় অভিনেত্রীর বাড়ির কেউ এই পেশার সাথে যুক্ত ছিলেন না কখনও। কিন্তু ছোটো থেকেই তার অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল। স্বস্তিকার কথায়, “আমি ভরতনাট্যম শিখেছি, গোড়া থেকেই নাচ-গান, অভিনয় জগতের প্রতি আকর্ষণ ছিল। তিন বছর আগে অডিশন দিতে শুরু করি। প্রথম প্রথম রায়দিঘি থেকে বাবার সঙ্গে অডিশন দিতে আসতাম কলকাতায়। এমনও অনেক দিন হয়েছে যে, বাড়ি ফিরতে পারিনি। দু’-তিন বার তো স্টেশনেই রাত কাটাতে হয়েছে। আমার বাবাও খুব কষ্ট করেছেন তখন আমার সঙ্গে।’’