এক মাস হল স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচার শুরু হয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর (Komola O Sreeman Prithviraj) সম্প্রচার। ইংরেজ আমলে দস্যিপানায় মোড়া ভালোবাসার কাহিনী দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। একঘেয়ে কূটকচালি-পরকীয়ার মাঝে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর ভিন্ন স্বাদের কাহিনী অল্প সময়ের স্থান করে নিয়েছে দর্শকদের মনে। কমলা (Komola) ও মানিকের (Manik) সরল ভালোবাসায় মোড়া জুটিও বেশ ভালোলাগছে তাঁদের।
গত ১৬ মার্চ থেকে সন্ধ্যা ৬:৩০টার স্লটে স্টার জলসায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর সম্প্রচার হচ্ছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, কমলা হল শান্তশিষ্ট একটি মেয়ে। অপরদিকে তাঁর স্বামী মানিক হল একেবারে দস্যি। দুষ্টু ছেলেকে শায়েস্তা করার জন্য মিষ্টি কমলার সঙ্গে তাঁর বিয়ে দেয় মানিকের বাবা। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখানো হয়েছে কমলা-মানিকের বিয়ের ট্র্যাক।
তবে ধারাবাহিকের প্রেক্ষাপট যেহেতু ইংরেজ শাসনের সময়কার, তাই তখনকার নানান সামাজিক চিত্রও ফুটে উঠছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ। সেই সময় নারী স্বাধীনতায় বারবার হস্তক্ষেপ করা হতো। সিরিয়ালেও কমলার সঙ্গে শ্বশুরবাড়িতে ঠিক তেমনটাই করা হচ্ছে।
ধারাবাহিকের সাম্প্রতিক একটি পর্বে দেখানো হয়েছে, কমলার মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। কারণ তখনকার সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রথমে স্বামী এবং বাড়ির বাকি পুরুষ মানুষেরা খাবে। তারপরেই দু’মুঠো খেতে পারবে বৌমারা। আসন্ন পর্বে আবার দেখানো হবে, ইংরেজি গান গাওয়ার অপরাধে কমলার মাথায় গোবর ঢেলে দেওয়া হবে।
সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পিয়ানো বাজিয়ে একটি ইংরেজি গান গাইছে কমলা। দূর থেকে দাঁড়িয়ে তা মুগ্ধ হয়ে শুনতে মানিক। কিন্তু এই সময়ই তাঁর শাশুড়ি ছুটে আসে।
এরপর বলা হয়, স্ত্রী শিক্ষা নাকি স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়! এতে বৈধব্য আসে। আর সেই জন্য ইংরেজি গান গেয়ে কমলা যে পাপ করেছে তা দূর করার জন্য তাঁর মাথায় ঢেলে দেওয়া হয় গোবর। কমলা সবটা চুপচাপ মেনে নিলেও স্ত্রীয়ের এই অপমান মেনে নিতে পারেনি মানিক। সে ঠিক করে কমলার এই অপমানের বদলা সে নেবে। ধারাবাহিকের প্রত্যেকটি পর্বে যেভাবে তৎকালীন সমাজের বাস্তব চিত্র ফুটে উঠছে তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। কেউ কেউ এও বলছেন, এখনকার দিনেও অনেক নারীকে এমন পরিস্থিতর শিকার হতে হয়।