টিভি খুললেই এখন টেলিভিশনের পর্দায় দেখা যায় নিত্য-নতুন সিরিয়ালের ডালি। বাংলা সিরিয়ালের (Bengali Serial) প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসাও (Star Jalsha) তার ব্যতিক্রম নয়। প্রায় প্রতিমাসেই এই চ্যানেলে লেগেই থাকে নিত্য নতুন সিরিয়ালের আনাগোনা।
তা সে বাংলা মিডিয়াম হোক কিংবা বালিঝড় আবার তালিকায় আছে মেয়েবেলা অথবা সদ্য শুরু হওয়া কমলা শ্রীমান পৃথ্বীরাজ। তাছাড়াও এই তালিকায় খুব তাড়াতাড়িযোগ হতে চলেছে সব্যসাচীর রায় চৌধুরীর নতুন সিরিয়াল রামপ্রসাদ। এরইমধ্যে সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য এসে গিয়েছে এক বিরাট আপডেট।
জানা যাচ্ছে আগামী দিনে বদলে যেতে বশেষে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়ালের সময়। প্রাইম টাইম স্লট হারিয়ে নাকি রাত ২টো থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আর স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকটি হল লীনা গাঙ্গুলির লেখা জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)।
এই ধারাবাহিকের নায়ক- নায়িকা রাধিকা-পোখরাজের (Radhika-Pokhraj) জুটি বরাবরই ভীষণ পছন্দ করেন দর্শক। অনুরাগীরা ভালোবেসে তাঁদের এই জুটির নাম দিয়েছেন ‘রাধিরাজ’। তবে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন তড়িঘড়ি বিয়ের পর ডিভোর্সও হয়ে গিয়েছে তাদের।
এমন সময় গল্পের মোড় ঘোরাতে লেখিকার কলমের এক আঁচড়ে ধারাবাহিকে রাধিকার জীবনে এখন এসেছেন নতুন নায়ক ডক্টর অনির্বান গুহ। আসলে এই ভাবেই বেশ কায়দা করে মোহর খ্যাত প্রতীক সোনামনির জুটিকে ফিরিয়ে এনেছেন লেখিকা। দর্শকরা জানেন অনির্বানএই অল্পদিনেই মন দিয়ে ফেলেছেন রাধিকাকে। আর তাতেই জোর খচেছেন দর্শকদের একটা বড় অংশ।
প্রিয় ‘রাধিরাজ’ জুটি ভেঙে যাওয়ায় মন খারাপ হয়েছিল দর্শকদের একটা বড় অংশের। এসবের মধ্যেই রাধিকার ওপর রাগ করে আর খানিকটা পরিস্থিতির চাপে নতুন নায়িকা রঞ্জাবতীর সাথে বিয়ে করে নিয়েছে পোখরাজ। অন্যদিকে প্রথমে রাজি না হলেও রাধিকাও এবার ডক্টর গুহর সাথে বিয়ে করতে রাজি হয়েছে। আর এই পর্ব দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।
সবই যখন ঠিকঠাক চলছে তখনই সিরিয়ালের সময় পাল্টে যাওয়ার খবরে নতুন করে মন খারাপের সুর শোনা যাচ্ছে সিরিয়ালের ফ্যানপেজ গুলির পাতায়। কানাঘুষোতে খবর,আগামী ২৪ এপ্রিল থেকে রাত ন’টার পরিবর্তে নাকি মাঝরাতে অর্থাৎ রাত ২.০০ টোর সময় নাকি সম্প্রচারিত হবেএই সিরিয়াল। তবে মাঝরাতে সিরিয়ালের সম্প্রচার হলে যে টি আর পি আরওই কমবে এত বলা বাহুল্য। তবে বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু এই খবরের কোনো নিশ্চয়তা মেলেনি।