বাংলা টেলিভিশনের ইতিহাসে সম্ভবত এই প্রথম মাত্র ৫ মাসের মধ্যে বন্ধ হতে চলেছে বাংলার জনপ্রিয় কোনো ধারাবাহিক। কথা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery) সম্পর্কে। নতুন বছরের শুরুতেই এমন খবর চাউর হতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। সিরায়ালের অভিনেতা,অভিনেত্রী থেকে শুরু করে অনান্য কলাকুশলী হতভম্ব গোটা টিম। বিশ্বাস করতে পারছেন না দর্শকরাও।
টেলিপাড়া সূত্রে খবর আচমকাই খুকুমণি পরিবারের মাথায় বাজ পড়ার মতো এসে পড়েছে সিরিয়াল বন্ধের মৌখিক নোটিশ। কিন্তু কেন? কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে খবরটা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কলাকুশলীদের মধ্যে কেউই। কিন্তু এমন অবাক করা ঘটনায় কার্যত দিশেহারা সকলে। তবে সিরিয়াল বন্ধের খবর চাউর হতেই নেপথ্য কারণ হিসাবে মূলত উঠে আসছে দুটি বিষয়।
টিআরপি (TRP) চার্টের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই খারাপ ফল করে চলেছে সিরিয়ালটি। যদিও স্টার জলসায় আরও এমন অনেক ধারাবাহিক আছে যার টি আরপি স্কোর খুকুমণি হোম ডেলিভারির চেয়েও খারাপ। তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সেইসব কম টিআরপির সিরিয়াল বন্ধ না করে কেন আগেভাগেই বন্ধ করে দেওয়া হচ্ছে খুকুমণি আর বিহানের মিষ্টি প্রেমের ধারাবাহিক।
আবার কেউ কেউ বলছেন শুধুমাত্র কম টি আর পিই এই সিরিয়ালের বন্ধের একমাত্র কারণ হতে পারে না। সেক্ষেত্রে দাবি করা হচ্ছে প্রযোজক সংস্থার সঙ্গে চ্যানেলের বিরোধের কারণেই নাকি সিরিয়াল বন্ধের খাঁড়া ঝুলছে খুকুমণির উপর। তবে এখনও পর্যন্ত সবটাই নাকি কানাঘুঁষো। প্রসঙ্গত গত বছরের ১লা নভেম্বর থেকে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু হয়েছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’র।
শুরুতেই খুকুমণির মারকাটারি ডায়লগ আর বিহানের সারল্য নজরকাড়া টি আর পি স্কোর এনে দিয়েছিল সিরিয়াল কে। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের সামনে ডুবতে বসা স্টার জলসা কে কার্যত একা হাত সুখের দিন দেখিয়েছিল খুকুমণি। স্টার জলসার এখনকার এই ভালো সময়ের অন্যতম কান্ডারি এই ধারাবাহিক। প্রতিপক্ষ সিরিয়াল গুলিকে এক কথায় ‘পেঁপে দিয়ে চেপে’ দিয়েছিল সে। সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছে বিহান, এখনও মানসিকভাবে সুস্থই হয়নি সে। এখনও খুকুমণি-বিহানের প্রেমপর্ব শুরু হয়নি। তাই মাঝপথেই সিরিয়াল বন্ধ না করে দেওয়ার আর্জি জানিয়েছেন ভক্তরা। কিন্তু সূত্রের খবর চলতি মাসেই নাকি শেষবার শ্যুটিং করবে টিম ‘খুকুমণি হোম ডেলিভারি’।