• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও, ‘বরণ’ সিরিয়ালের এই ৪ তারকারা বাস্তবেও প্রেমিক-প্রেমিকা!

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত ‘বরণ’ (Boron) ধারাবাহিকটি শেষ হয়েছে প্রায় এক বছর হতে চলল। কিন্তু এখনও সেই ধারাবাহিকটি (Bengali serial) দর্শকরা বেশ মিস করেন। তিথি এবং রুদ্রিকের কাহিনী অল্প সময়ের মধ্যেই স্থান করে নিয়েছিল দর্শকমনে। প্রায় বছরখানেক চলেছিল এই সিরিয়ালটি। কিন্তু শেষ পর্যন্ত নতুন ধারাবাহিকের ভিড়ে পথচলা শেষ হয় এই সিরিয়ালের।

আজকের এই প্রতিবেদনটি অবশ্য ‘বরণ’ ধারাবাহিকটি নিয়ে নয়, বরং এই ধারাবাহিকের বেশ কিছু কলাকুশলীদের নিয়ে। এখন নিশ্চয়ই ভাবছেন, কোন অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে আলোচনা করা হবে এখানে? তাহলে জানিয়ে রাখি, আজকের প্রতিবেদনে ‘বরণ’ ধারাবাহিকের এমন কয়েকজন শিল্পীর নাম তুলে ধরা হল যারা বাস্তব জীবনে প্রেম (Relationship) করছেন।

   

Boron serial Tithi Rudrik

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিকটি যারা নিয়মিত দেখতেন তাঁরা জানেন, এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ইন্দ্রাণী পাল এবং অভিনেতা সুস্মিত মুখার্জি। ‘বরণ’ শেষ হওয়ার পর সুস্মিতকে দর্শকরা দেখেছেন ‘মাধবীলতা’ ধারাবাহিকের নায়কের ভূমিকায়। অপরদিকে ইন্দ্রাণী অভিনয় করছেন ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে। চলুন তাহলে আজ দেখে নেওয়া যাক, ‘বরণ’ ধারাবাহিকের কোন কলাকুশলীরা বাস্তব জীবনে প্রেম করছেন।

সুস্মিত মুখার্জি এবং প্রিয়া মণ্ডল (Sushmit Mukherjee and Priya Mondal)- ‘বরণ’ ধারাবাহিকে নায়কা রুদ্রিকের চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিত। অপরদিকে প্রিয়াকে দেখা গিয়েছিল রুদ্রিকের ছোটবেলার বান্ধবী নায়রার চরিত্রে। নায়রা আবার রুদ্রিককে ভালোবাসত। কিন্তু সিরিয়ালের তাঁর প্রেম পরিণতি পায়নি। যদিও শোনা যায়, বাস্তব জীবনে তিনি এবং রুদ্রিক প্রেম করছেন।

Sushmit Mukherjee and Priya Mondal

অনন্যা বিশ্বাস এবং রাজা কুণ্ডু (Ananya Biswas and Raja Kundu)- জনপ্রিয় টেলি অভিনেত্রী অনন্যাও ‘বরণ’ ধারাবাহিকে কাজ করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছিল রুদ্রিকের বোনের চরিত্রে।

Ananya Biswas and Raja Kundu

অপরদিকে অভিনেতা রাজা কুণ্ডুকে দেখা গিয়েছিল, তিথির প্রেমিক এবং প্রাক্তন বাগদত্তার ভূমিকায়। শোনা যায়, বাস্তব জীবনে প্রেম করছেন অনন্যা এবং রাজা।

বিঃ দ্রঃ- একটি বিনোদনমূলক পেজ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি লেখা হয়েছে। উপরিউক্ত খবরের সত্যতা যাচাই করেনি বংট্রেন্ড কর্তৃপক্ষ।

site