• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই, গাঁটছড়া সবাই ফেল! দেশের সেরা সিরিয়ালের তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’

Published on:

Anurager Chhowa,Anurager Chhowa record,Star Jalsha,TRP,Bengali serial,television,serial,entertainment,অনুরাগের ছোঁয়া,অনুরাগের ছোঁয়ার রেকর্ড,স্টার জলসা,টিআরপি,সিরিয়াল,বাংলা সিরিয়াল,টেলিভিশন,বিনোদন,India’s top 20 highest TRP serial,Anurager Chhowa in India’s top 20 highest TRP serial

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রথম থেকেই সূর্য-দীপার কাহিনী দর্শকদের ইমপ্রেস করেছে। যত সময় যাচ্ছে ততই বাড়ছে ধারাবাহিকের জনপ্রিয়তা। গত কয়েক মাস ধরে তো আবার টিআরপি তালিকাতেও সেরার আসন ধরে রেখেছে এই সিরিয়াল। শুনতে অবিশ্বাস্য লাগলেও, টিআরপির নিরিখে ‘অনুরাগের ছোঁয়া’র ধারেকাছে নেই স্টার জলসার আর কোনও ধারাবাহিক।

মাঝখানে যদিও সূর্য-দীপার সিরিয়ালের টিআরপি (TRP) ক্রমশ কমছিল। জি বাংলায় সম্প্রচারিত ‘জগদ্ধাত্রী’র সঙ্গে টিআরপি পয়েন্টের ব্যবধাও আস্তে আস্তে বাড়ছিল। কিন্তু জমজমাট কাহিনীর সুবাদে ফের ঘুরে দাঁড়িয়েছে এই সিরিয়াল। পাশাপাশি স্পর্শ করেছে একটি বিরাট নজির। সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’র একজন দর্শক এই সুখবর সকলকে জানিয়েছেন। নিশ্চয়ই ভাবছেন, কোন নজির স্পর্শ করল সূর্য-দীপার সিরিয়াল?

Anurager Chhowa, Anurager Chhowa in India's top 20 TRP serial list

সিরিয়ালপ্রেমী মানুষরা হয়তো জানেন, দিন দিন বাড়ছে ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপি। ক্রমবর্ধমান এই টিআরপির সৌজন্যেই এই মুহূর্তে গোটা দেশে সম্প্রচারিত সকল সিরিয়ালের মধ্যে সেরার সেরা স্থান অর্জন করেছে ‘অনুরাগের ছোঁয়া’। জানা গিয়েছে, টিআরপির নিরিখে ভারতবর্ষের সেরা ২০টি ধারাবাহিকের মধ্যে একটি স্থান অর্জন করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।

এই ধারাবাহিকের একজন অনুরাগী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনুরাগের ছোঁয়ার জন্য আজ গর্ব হচ্ছে। ভারতের সেরা ২০ হাইয়েস্ট টিআরপির লিস্টে অনুরাগের ছোঁয়া স্থান করে নিয়েছে। আজ অনুরাগের ছোঁয়া অনুরাগীদের কাছে সত্যি এটি একটি গর্বের বিষয়’।

Anurager Chhowa new promo Surjo Deepa, Anurager Chhowa

সংশ্লিষ্ট নেটাগরিকের সংযোজন, ‘এটি আরবান এবং রুরাল টিআরপি। এভাবে এগোতে থাকুক আমাদের অনুরাগের ছোঁয়া। হেটার্সরা জ্বলবে, অনুরাগের ছোঁয়া চলবে’। বাংলার সেরা ১০টি সিরিয়ালের তালিকায় স্থান পাওয়াই বিরাট ব্যাপার, সেখানে গোটা দেশের সেরা ২০টি ধারাবাহিকের মধ্যে স্থান করে নিয়ে ‘অনুরাগের ছোঁয়া’ গর্বিত করেছে দর্শক এবং অনুরাগীদের।

প্রসঙ্গত, স্টার জলসার এই ধারাবাহিকে এই মুহূর্তে ‘দার্জিলিং জমজমাট’ পর্ব চলছে। সূর্য-দীপা সহ সম্পূর্ণ টিম পৌঁছে গিয়েছে দার্জিলিংয়ে। সম্প্রতি দেখানো হয়েছে, মিশকার ষড়যন্ত্রে অপহরণ করা হয়েছে সোনাকে। কিন্তু সেই দোষ গিয়ে পড়েছে দীপার ওপর। এবার দেখা যাক, নিজেকে নির্দোষ প্রমাণিত করে দীপা মিশকার মুখোশ খুলে দিতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥