• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুই বোনের বিয়ে দিয়েই শুরু হবে ‘সন্ধ্যাতারা’! দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়

Published on:

Star Jalsha New Serial Sasndhyatara second promo hits starting with marriage

শীঘ্রই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)।দুই বোনের এক ছেলেকে মন দেওয়ার কাহিনী দেখানো হবে এই ধারাবাহিকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সিরিয়ালের প্রোমো। সেখানে দেখা মিলেছে দুই নায়িকা সন্ধ্যা, তারা এবং নায়কের। প্রথম প্রোমো প্রকাশ্যে আসার কয়েকদিন পরেই স্টার জলসা শেয়ার করল সিরিয়ালের দ্বিতীয় প্রোমো (Promo)।

‘সন্ধ্যাতারা’র এই নতুন প্রোমো হইচই ফেলে দিয়েছে দর্শকমহলে। কারণ এই প্রোমোয় দেখা যাচ্ছে, বিয়ের (Wedding) পিঁড়িতে বসেছে সিরিয়ালের নায়ক-নায়িকা। যে কোনও সিরিয়াল শুরুর বেশ কিছুটা সময় পর সাধারণত বিয়ের ট্র্যাক আনা হয়। তবে ব্যতিক্রম ‘সন্ধ্যাতারা’। কারণ এই সিরিয়াল শুরুর আগেই বিয়ের প্রোমো প্রকাশ্যে এসে গেল।

Sandhyatara new promo, Sandhyatara wedding promo

‘সন্ধ্যাতারা’র প্রথম প্রোমোয় দেখা গিয়েছিল, সন্ধ্যা তাঁর মায়ের সঙ্গে গ্রামে থাকে। অপরদিকে তাঁর বোন তারা শহরের কলেজে পড়াশোনা করে। দুই বোনের মধ্যে রয়েছে অগাধ ভালোবাসা। তবে ভাগ্যচক্রে দুই বোনই এক ছেলেকে মন দিয়ে বসে।

একজন জ্যোতিষী সন্ধ্যা এবং তারার হাত দেখে বলেন, তাঁদের দু’জনের ভাগ্য এক সুতোয় বাঁধা। দুই বোনের মধ্যে যে স্বার্থপর হতে পারবে তাঁর কপালেই সুখ থাকবে। বাকি জনের ঝুলিতে শুধুই থাকবে বেদনা। প্রথম প্রোমোয় এই দৃশ্য দেখার পর অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে সিরিয়ালের নায়িকা কে হবে সন্ধ্যা নাকি তারা? শেষ পর্যন্ত ভালোবাসার জন্য কে স্বার্থপর হবে?

Sandhyatara new promo, Sandhyatara wedding promo

প্রথম প্রোমোর রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল ‘সন্ধ্যাতারা’র দ্বিতীয় প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, নায়কের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছে সন্ধ্যা-তারার মধ্যে একজন। কনের বেশে কে আছে তা প্রোমোয় দেখা যায়নি। তবে ভালোবাসার মানুষকে কাছে পেতে এক বোন যে স্বার্থপর হয়ে উঠবে তা প্রোমো দেখেই পরিষ্কার। কিন্তু কে সেই বোন? সেই উত্তর পাওয়া যাবে ধারাবাহিক শুরু হওয়ার পর।

প্রসঙ্গত, স্টার জলসার এই আসন্ন মেগার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা, অমৃতা দেবনাথ এবং সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ জুন থেকে সন্ধ্যা ৭:৩০টার স্লটে শুরু হবে এই সিরিয়াল। জানা গিয়েছে, এই ধারাবাহিককে স্থান করে দিতে শেষ হয়ে যাচ্ছে ‘মেয়েবেলা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥