• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘তুঁতে’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং, অভিনেতা-অভিনেত্রী নাম সহ আসল পরিচয়

চলতি বছর স্টার জলসার (Star Jalsha) পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই একটি ধারাবাহিক হল ‘তুঁতে’। কাজের মেয়ের স্বপ্নপূরণ করার কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের (Bengali Serial) সফর। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) এবং সৈয়দ আরেফিন (Syed Arefin)। দর্শকদের কাছে এখন তাঁদের পরিচয় ‘তুঁতে’ এবং ‘রঙ্গন’ নামেই বেশি।

ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিয়ালের টিআরপিও বেশ ভালো। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে দেখা যায় ‘তুঁতে’র নাম। এখনও অবধি বেঙ্গল টপার না হতে পারলেও, সময়ের সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই মেগার জনপ্রিয়তা। আজকের প্রতিবেদনে এই ‘তুঁতে’ ধারাবাহিকের কলাকুশলীদের নাম সহ আসল পরিচয় তুলে ধরা হল।

   

‘তুঁতে’ সিরিয়ালের কাস্ট (Tunte Serial Cast)

সিরিয়ালের নাম তুঁতে
সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসা
প্রধান নায়ক সৈয়দ আরেফিন
প্রধান নায়িকা দীপান্বিতা রক্ষিত
সম্প্রচার শুরুর দিনক্ষণ ৫ জুন ২০২৩
সম্প্রচারের সময় ৭:০০PM
মোট পর্ব ১৫৭

 ‘তুঁতে’ সিরিয়ালের কাস্টিং (Tunte Serial Casting)

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকের কোন চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাচ্ছে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

তুঁতে লাহিড়ী চরিত্রে দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit as Tunte Lahiri)

‘তুঁতে’ ধারাবাহিকের নায়িক তুঁতের চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। লাহিড়ী বাড়িতে কাজের মেয়ে হিসেবে প্রবেশ করলেও ভাগ্যচক্রে সেই বাড়ির ছোট ছেলে রঙ্গনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সে। খুব বেশি পড়াশোনা না করলেও তুঁতের ফ্যাশান সেন্স দারুণ। একদিন বড় ফ্যাশান ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে সে।

Dipanwita Rakshit as Tunte Lahiri in Tunte serial

রঙ্গন লাহিড়ী চরিত্রে সৈয়দ আরেফিন (Syed Arefin as Rangan Lahiri)

তুঁতের স্বামী তথা ধারাবাহিকের নায়ক রঙ্গনের ভূমিকায় অভিনয় করছেন সৈয়দ আরেফিন। লাহিড়ী বাড়ির ছোট ছেলের মনটা খুব ভালো। মায়ের মতো গরিবদরদী সে। ন্যায়ের পথে থেকে ব্যবসা করায় বিশ্বাসী রঙ্গন।

Syed Arefin as Rangan Lahiri in Tunte serial

প্রিয়াঙ্কা চরিত্রে মিশমি দাস (Mishmee Das as Priyanka)

রঙ্গনের প্রাক্তন বাগদত্তা প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করছেন মিশমি দাস। আগে এই ভূমিকায় দেখা যাচ্ছিল অভিনেত্রী দেবলীনা কুমারকে। তিনি মাঝপথে সরে দাঁড়ানোয় মিশমিকে প্রিয়াঙ্কা চরিত্রে কাস্ট করা হয়।

Mishmee Das as Priyanka in Tunte serial

অভিষেক লাহিড়ী চরিত্রে রাজীব বসু (Rajiv Bose as Abhishek Lahiri)

রঙ্গনের দাদা এবং লাহিড়ী বাড়ির বড় ছেলে অভিষেকের চরিত্রে অভিনয় করছেন রাজীব বসু। সম্পর্কে রঙ্গনের দাদা হলেও তাকে দু’চোখে দেখতে পারে না অভিষেক। বড় ছেলের কুকীর্তি জানার পর তাকে বাড়ি থেকে বের করে দেয় রঙ্গনের বাবা।

Rajiv Bose as Abhishek Lahiri in Tunte serial

সৌমিলি লাহিড়ী চরিত্রে রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee as Soumili Lahiri)

অভিষেকের স্ত্রী তথা লাহিড়ী বাড়ির বড় বৌমা সৌমিলির ভূমিকায় দেখা যাচ্ছে রূপসা চট্টোপাধ্যায়কে। তুঁতে এবং রঙ্গন- দু’জনকেই দু’চোখে দেখতে পারে না সে।

Rupsa Chatterjee as Soumili Lahiri in Tunte serial

ঋষিকা লাহিড়ী চরিত্রে অনন্যা গুহ (Ananya Guha as Rishika Lahiri)

রঙ্গনের বোন ঋষিকার ভূমিকায় দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী অনন্যা গুহকে। শুরুতে ভীষণ অহংকারী দেখালেও, আস্তে আস্তে পরিবর্তন দেখা যাচ্ছে ঋষিকার মধ্যে।

Ananya Guha as Rishika Lahiri in Tunte serial

দেবস্মিতা লাহিড়ী চরিত্রে শাওন দে (Saon Dey as Debosmita Lahiri)

রঙ্গনের পিসি দেবস্মিতার চরিত্রে দেখা যাচ্ছে শাওন দে-কে। ন্যায়ের পাশে থাকার জন্য নিজের বাড়ির লোকের বিরোধিতা করতেও দ্বিধা বোধ করে না দেবস্মিতা।

Saon Dey as Debosmita Lahiri in Tunte serial

রাগিণী লাহিড়ী চরিত্রে মৈত্রেয়ী মিত্র (Maitreyee Mitra as Ragini Lahiri)

রঙ্গনের মা রাগিণীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। স্বামী-সন্তান-সংসারের পিছনেই নিজের সম্পূর্ণ জীবন অতিবাহিত করেছে রাগিণী।

Maitreyee Mitra as Ragini Lahiri in Tunte serial

অম্বরীশ লাহিড়ী চরিত্রে অরিন্দম গাঙ্গুলী (Arindam Ganguly as Ambarish Lahiri)

রঙ্গনের বাবা অম্বরীশের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অরিন্দম গাঙ্গুলীকে। বিরাট ব্যবসায়ী হলেও অত্যন্ত খারাপ স্বামী অম্বরীশ।

Arindam Ganguly as Ambarish Lahiri in Tunte serial

মন্দিরা চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty as Mandira)

অভিষেকের মা মন্দিরার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। রঙ্গনকে সরিয়ে লাহিড়ীদের সম্পূর্ণ সম্পত্তি তার ছেলে অভিষেক পাক এটাই একমাত্র কামনা মন্দিরার।

Bidipta Chakraborty as Mandira in Tunte serial

হৃদয়হরণ চরিত্রে রৌনক দে ভৌমিক (Raunak Dey Bhowmik as Hridoyhoron)

তুঁতের ভাই হৃদয়হরণ ওরফে লাট্টুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রৌনক দে ভৌমিক।

Raunak Dey Bhowmik as Hridoyhoron in Tunte serial

শ্রুতি লাহিড়ী চরিত্রে সম্পূর্ণা মণ্ডল (Sampurna Mandal as Shruti Lahiri)

রঙ্গনের খুড়তুতো বোন শ্রুতির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সম্পূর্ণা মণ্ডলকে।

Sampurna Mandal as Shruti Lahiri in Tunte serial

নন্দিতা লাহিড়ী চরিত্রে অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta as Nandita Lahiri)

রঙ্গনের কাকিমা তথা শ্রুতির মা নন্দিতার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী অনন্যা সেনগুপ্তকে।

Ananya Sengupta as Nandita Lahiri in Tunte serial

অরুণেশ লাহিড়ী চরিত্রে রাজা চট্টোপাধ্যায় (Raja Chatterjee as Arunesh Lahiri)

রঙ্গনের কাকু তথা শ্রুতির মা অরুণেশ লাহিড়ীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাজা চট্টোপাধ্যায়।

Raja Chatterjee as Arunesh Lahiri in Tunte serial

OTT-তে কোথায় দেখবেন ‘তুঁতে’?

স্টার জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘তুঁতে’র প্রত্যেকটি পর্ব আপনি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পারবেন।