• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং, অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Updated on:

Star Jalsha Tumi Ashe Pashe Thakle serial casting real name wiki with production house and character wise real names

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) ধারাবাহিকটির। ‘চুনি পান্না’র পর আবারো ভৌতিক কাহিনী নির্ভর সিরিয়াল দেখতে পাচ্ছেন দর্শকরা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee) এবং অঙ্গনা রায় (Angana Roy)। এই ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পদার্পণ করলেন লাজবন্তী রায়ের কন্যা।

‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে দেব (Dev) এবং পারোর (Paro) চরিত্রে অভিনয় করছেন রোহন এবং অঙ্গনা। দু’জনেরই গোয়েন্দাগিরির প্রতি রয়েছে অমোঘ আকর্ষণ। ভিন্ন স্বাদের এই সিরিয়ালের (Bengali Serial) গল্প লিখেছেন সৌম্য পাকড়াশি এবং পরিচালনা করছেন ‘অনুরাগের ছোঁয়া’ পরিচালক অনুপম হরি। ধারাবাহিকটি প্রযোজনা করছেন এসভিএফ।

‘তুমি আশেপাশে থাকলে’ এর কাস্ট (Tumi Ashe Pashe Thakle Cast)

সিরিয়ালের নামতুমি আশেপাশে থাকলে
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রধান নায়করোহন ভট্টাচার্য
প্রধান নায়িকাঅঙ্গনা রায়
সম্প্রচার শুরুর দিনক্ষণ৩ নভেম্বর ২০২৩
সম্প্রচারের সময়৮:০০PM
মোট পর্ব

 ‘তুমি আশেপাশে থাকলে’ এর সম্পূর্ণ কাস্টিং (Tumi Ashe Pashe Thakle Casting)

স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে কোন চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাচ্ছে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

দেব চরিত্রে রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee as Dev)

‘তুমি আশেপাশে থাকলে’র নায়ক দেবের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্য। গোয়েন্দাগিরি করতে ভীষণ ভালোবাসে দেব। ইতিমধ্যেই সে গোয়েন্দা হিসেবে একটি চাকরিও জোগাড় করে ফেলেছে।

Rohan Bhattacharjee in Tumi Ashe Pashe Thakle

পারো চরিত্রে অঙ্গনা রায় (Angana Roy as Paro)

দেবের বাগদত্তা তথা ‘তুমি আশেপাশে থাকলে’র নায়িকা পারোর ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্গনা রায়কে। দেবের মতোই গোয়েন্দাগিরির প্রতি ঝোঁক রয়েছে পারোরও। ছলবলে স্বভাবের পারো বিয়ের আগেই হবু শ্বশুরবাড়ির অধিকাংশ সদস্যের নয়নের মণি হয়ে গিয়েছে।

Tumi Ashe Pashe Thakle, Tumi Ashe Pashe Thakle Paro, Angana Roy

দ্বিতীয় নায়িকার চরিত্রে হিয়া রায় (Hiya Roy)

‘তুমি আশেপাশে থাকলে’র প্রোমোতেই দেখা গিয়েছিল, পারোর মৃত্যু হবে। কিন্তু তারপরেও সে আত্মা হিসেবে দেবের আশেপাশে থাকবে। শোনা যাচ্ছে, এই সিরিয়ালের দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যাবে হিয়া রায়কে।

Hiya Roy Tumi Ashe Pashe Thakle casting

পূর্বা চরিত্রে পুষ্পিতা মুখার্জি (Pushpita Mukherjee as Purva)

সিরিয়ালের নায়ক দেবের মা পূর্বার চরিত্রে দেখা যাচ্ছে পুষ্পিতা মুখার্জিকে। ছেলের দেবের মতোই হবু বৌমা পারোকেও ভীষণ ভালোবাসে দেবের মা।  

Pushpita Mukherjee as Purva in Tumi Ashe Pashe Thakle serial

লেডি অফিসারের চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh as Lady Officer)

‘তুমি আশেপাশে থাকলে’তে লেডি অফিসারের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। তার সঙ্গেই কাজ করতে দেখা যাবে দেবকে।

Chandreyee Ghosh as Lady Officer in Tumi Ashe Pashe Thakle serial

পারোর মায়ের চরিত্রে অনিন্দিতা কিয়ানা দাস (Anindita Kiana Das as Paro’s Mother)

পারোর মা তথা দেবের হবু শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী অনিন্দিতা কিয়ানা দাসকে।

Anindita Kiana Das as Paro’s Mother in Tumi Ashe Pashe Thakle

রাতুল চরিত্রে অমিতাভ দাস (Amitava Das as Ratul)

দেবের বাড়ির জামাই রাতুলের ভূমিকায় অমিতাভ দাস অভিনয় করছেন। সিরিয়ালে তাঁর চরিত্রে ধূসর শেড রয়েছে।

Amitava Das as Ratul in Tumi Ashe Pashe Thakle

দেবের ঠাকুমার চরিত্রে সোমা দে (Soma Dey as Dev’s Grandmother)

দেবের ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী সোমা দে। নাতির মতো হবু নাত বৌমাকে ভীষণ ভালোবাসে দেবের ঠাকুমা।

Soma Dey as Dev’s Grandmother in Tumi Ashe Pashe Thakle serial

দেবের জেঠুর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় (Biplab Banerjee as Dev’s Uncle)

নায়ক দেবের জেঠুর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

Biplab Banerjee as Dev’s Uncle in Tumi Ashe Pashe Thakle serial

OTT-তে কোথায় দেখবেন ‘তুমি আশেপাশে থাকলে’?

স্টার জলসার বাকি সকল সিরিয়ালের মতো ‘তুমি আশেপাশে থাকলে’ও ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন। শুরু থেকে এখনও পর্যন্ত সম্প্রচারিত হওয়া প্রত্যেকটি এপিসোড সেখানে রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥