• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় পরকীয়া করলেও বাস্তবে থাকতে চান সিঙ্গেল! গোপন খবর ফাঁস করলেন হানি বাফনার মা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন হানি বাফনা (Honey Bafna)। অবাঙালি হয়েও তাঁর ঝরঝরে বাংলা শুনে মুখ মুগ্ধ হয়ে যান বাংলা সিরিয়ালের দর্শকরা। হ্যান্ডসাম এই অভিনেতার মহিলা অনুরাগীদের সংখ্যা রয়েছে নজরকাড়া। কিন্তু সদা সিঙ্গেল হানি কেন বিয়ে করছেন না? তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তার মা।

প্রসঙ্গত হানিকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)-এ। এই ধারাবাহিকের নায়ক শুভ্রর চরিত্রে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগেও এই ধারাবাহিকে বেণী বৌদির সাথে শুভর নাম জড়িয়ে পরকীয়ার অভিযোগ তোলা হয়েছিল সিরিয়ালের বিরুদ্ধে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,শুভ্র,Subhro,বেণী বৌদি,Beni Boudi,বিবাহবহির্ভুত সম্পর্ক,Extramarital Affairs,হানি বাফানা,Honey Bufna,সিক্রেট ফাঁস,Secret Reveal,দিদি নাম্বার ১,Didi No 1

তবে সিরিয়ালের সুবাদে পরকীয়ায় নাম জড়ালেও বাস্তবের হানি কেন বিয়ে করছেন না তা নিয়ে মহা চিন্তায় রয়েছেন তার মা। আজ অর্থাৎ শুক্রবারেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে মাকে নিয়ে খেলতে আসছেন হানি। সদ্য সেই পর্বের আগাম ঝলক যে শেয়ার করা হয়েছিল জি বাংলারসোশ্যাল মিডিয়া পেজে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,শুভ্র,Subhro,বেণী বৌদি,Beni Boudi,বিবাহবহির্ভুত সম্পর্ক,Extramarital Affairs,হানি বাফানা,Honey Bufna,সিক্রেট ফাঁস,Secret Reveal,দিদি নাম্বার ১,Didi No 1

সেখানে দেখা যাচ্ছে অবাঙালি টানে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিযোগের সুরে হানির মা রচনাকে বলছেন তিনি যাতে একটু বোঝান তার ছেলে যাতে বিয়ে করতে রাজি হয়। এ কথা শুনে অবাক হয়ে রচনা বলেন আমি বললে ও বিয়ে করে নেবে?

তখন পাশ থেকে হানির অভিনেত্রী শ্রীতমা বলে ওঠেন ‘ও বিয়েই করতে চায় না’। এরপর রচনা কারণ জানতে চাইলে পাশে দাঁড়িয়ে থাকা অভিনেতা সৌরভ চক্রবর্তী কে দেখিয়ে হানি বলেন এ’ই দাদা এখনও বিয়ে করছে না তাই আমিও বিয়ে করব না’। তবে রচনাও হানির দাবি মানতে চাননি একেবারেই।