• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে নতুন ধারাবাহিক ‘তুঁতে’, রাতারাতি পাল্টে যাচ্ছে স্টার জলসার সব সিরিয়ালের সময়! রইল তালিকা

Published on:

Star Jalsha serial timing will reportedly get changed, claims a netizen

বাংলা সিরিয়াল (Bengali serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সেই জন্যে তো রোজ বিকেল হলেই চা-বিস্কুট হাতে টিভির সামনে পসে পড়েন তাঁরা। তবে এবার সিরিয়ালপ্রেমী মানুষদের জন্যই এল একটি বিরাট খবর! রাতারাতি নাকি বদলে যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) সকল সিরিয়ালের (Serial) স্লট!

এমনিতেই বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন একের পর এক নতুন সিরিয়াল শুরু হচ্ছে। যে কারণে হয় পুরনো ধারাবাহিকগুলির সময় (Timing) পরিবর্তন করে দেওয়া হচ্ছে। নাহলে শেষ করে দেওয়া হচ্ছে। এখনও স্টার জলসা, জি বাংলার একাধিক নতুন সিরিয়াল শুরু হওয়া বাকি। প্রোমো প্রকাশ্যে আসলেও স্লট ঘোষিত হয়নি।

Tunte New Serial Dipanwita Syed

সপ্তাহ খানেক আগেই যেমন স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুঁতে’র প্রোমো প্রকাশ্যে এসেছে। এখনও অবশ্য ধারাবাহিক সম্প্রচারের সময় ঘোষিত হয়নি। তবে নেটিজেনদের অনুমান, সন্ধ্যা ৭টার স্লটে অর্থাৎ ‘গাঁটছড়া’র সময় শুরু হবে সৈয়দ আরেফিন এবং দীপান্বিতা রক্ষিতের ধারাবাহিক।

সম্প্রতি যেমন একজন নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্টার জলসার ধারাবাহিকগুলির পরিবর্তিত স্লটের বিষয়ে লিখেছেন। তিনি লিখেছেন, সন্ধ্যা ৭টায় দেখানো হবে ‘তুঁতে’। এরপর ৭:৩০টা, ৮টা এবং ৯টায় দেখানো হবে নাকি ‘হরগৌরী পাইস হোটেল’, ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘পঞ্চমী’।

Ponchomi and Anurager Chhowa

৯:৩০টার স্লটে নাকি দেখানো হবে ‘গাঁটছড়া’। এরপর রাত ১০টার সম্প্রচারিত হবে ‘মেয়েবেলা’। ১০:৩০টা এবং ১১টায় দেখানো হবে ‘এক্কা দোক্কা’ এবং ‘গোধূলি আলাপ’। স্টার জলসার সকল ধারাবাহিকের এই পরিবর্তিত স্লটের কথা অবশ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়নি। বরং একজন নেটাগরিক পোস্ট করেছেন। সেই জন্য এই সংবাদের সত্যতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

স্টার জলসার ধারাবাহিকগুলির স্লট পরিবর্তন হওয়ার খবরে অনেকেই বলছেন, একটি কিংবা দু’টি সিরিয়ালের সময় বদলানো সম্ভব। কিন্তু একসঙ্গে এতগুলি সিরিয়ালের সময় পরিবর্তন কখনই হতে পারে না। পাশাপাশি অনেকে এও বলছেন, ‘তুঁতে’কে কোন স্লটে দেওয়া হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। এবার দেখা যাক, সকল জল্পনার অবসান ঘটিয়ে কবে ঘোষিত হয় ‘তুঁতে’র স্লট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥