• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলিদুনিয়াতেও নেপোটিজম! রাজ চক্রবর্তীর আপনজন ‘সন্ধ্যাতারা’র নায়ক, আসল পরিচয় চমকে দেবে

Updated on:

Star Jalsha serial Sandhyatara hero Saurojit Banerjee has a close relation with Raj Chakraborty

স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল (Serial) ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) হাত ধরে শীঘ্রই টেলিভিশনের পর্দায় পা রাখতে চলেছেন নবাগতা অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Saurojit Banerjee)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সিরিয়ালের প্রোমো। সেখানে দেখা মিলেছে সৌরজিৎ এবং সিরিয়ালের দুই নায়িকার। ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা মিলবে জনপ্রিয় দুই টেলি অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অমৃতা দেবনাথের (Amrita Debnath)।

অন্বেষা এবং অমৃতা- দু’জনেই বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। এর আগে একাধিক ধারাবাহিকে তাঁদের দেখেছেন দর্শকরা। তবে দুই নায়িকা চেনা হলেন, ‘সন্ধ্যাতারা’র নায়ক কিন্তু একেবারে নতুন। স্টার জলসার এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের পর্দায় পা রাখছেন তিনি। ইতিমধ্যেই প্রোমোয় সৌরজিৎকে এক ঝলক দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

Sandhyatara Hero, Sandhyatara, Saurojit Banerjee

‘সন্ধ্যাতারা’র প্রোমোয় হলুদ পাঞ্জাবিতে দেখা মিলেছে সৌরজিতের। সিরিয়াল শুরুর আগেই হ্যান্ডসাম এই অভিনেতা আদায় করে নিয়েছেন ‘বং ক্রাশ’ তকমা। পাশাপাশি তিনি কে, তাঁর আসল পরিচয় কী- এমন নানান প্রশ্নও জেগেছে অনেকের মনে। আজকের প্রতিবেদনে সেই সকল প্রশ্নের উত্তরই দেওয়া হল।

টেলিভিশনের পর্দায় এই প্রথম কাজ হলেও, এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওয় কাজ করেছেন ‘সন্ধ্যাতারা’ নায়ক। ছোটপর্দার নবাগত এই অভিনেতা বাংলা বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। জানা গিয়েছে, ক্যামেরার সামনে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করার আগে বেশ কিছুদিন ক্যামেরার পিছনে কাজ করেছেন তিনি।

Star Jalsha,hero,Sandhyatara,actor,Saurojit Banerjee,Raj Chakraborty,serial,Bengali serial,television,entertainment,স্টার জলসা,নায়ক,সন্ধ্যাতারা,সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়,রাজ চক্রবর্তী,সিরিয়াল,বাংলা সিরিয়াল,টেলিভিশন,অভিনেতা,বিনোদন,Saurojit Banerjee Raj Chakraborty,Saurojit Banerjee real identity,Sandhyatara hero Saurojit Banerjee,সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় রাজ চক্রবর্তী,সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের আসল পরিচয়,সন্ধ্যাতারা নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়

স্টার জলসার এই হ্যান্ডসাম নায়ক টলিউডের নামী পরিচালক রাজ চক্রবর্তী ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এর আগে তিনি পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন বলে খবর। শোনা যাচ্ছে, রাজের ‘আবার প্রলয়’ টিমেরও অংশ ছিলেন তিনি। তবে সৌরজিতের বরাবর ইচ্ছা ছিল নায়ক হওয়ার। অবশেষে ‘সন্ধ্যাতারা’র হাত ধরে সেই ইচ্ছাপূরণ হতে চলেছে।

Saurojit Banerjee and Raj Chakraborty, Sandhyatara hero, Sandhyatara hero

‘সন্ধ্যাতারা’ নায়কের আসল বাড়ি মেদিনীপুরে। লিলুয়ার ডনবস্কো স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। এই মুহূর্তে হাওড়ায় থাকেন তিনি। জানা গিয়েছে, অভিনয় ছাড়া বাইক রাইডিং করতে খুব পছন্দ করেন তিনি। প্রসঙ্গত, আগামী ১২ জুন থেকে টেলিভিশনের পর্দায় রোজ দেখা মিলবে সৌরজিৎ-অন্বেষা এবং অমৃতার। সন্ধ্যা ৭:৩০ থেকে স্টার জলসায় সম্প্রচারিত হবে ‘সন্ধ্যাতারা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥